অনিশ্চিয়তায় পাঁচ হাজার হজযাত্রী
স্লটের আবেদন সউদী উপমন্ত্রীর কাছে হস্তান্তর ১৪ হাজার ৯১৫ জনের এখনো হজ ভিসা হয়নিনির্ঘুম রাত কাটাচ্ছেন যাত্রীরাচলতি বছর প্রায় পাঁচ হাজার হজযাত্রীর হজে গমন অনিশ্চয়তার মুখে। ধর্ম মন্ত্রণালয়ের চরম খামখেয়ালি এবং বিমানের কতিপয় অসাধু কর্মকর্তার অবহেলা ও অদক্ষতার দরুণ মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি হজ ফ্লাইট বাতিল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মদিনাগামী হজযাত্রী না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার সাউদিয়া অ্যারাবিয়ান...