ভোটের প্রচারণায় প্রার্থী ও কর্মীরা চষে বেড়াচ্ছেন
বরিশাল সিটি নির্বাচনে প্রচারণার মাত্র দু’দিন অবশিষ্ট থাকতে প্রার্থী ও তাদের কর্মী বাহিনী পুরো নগরী চষে বেড়াচ্ছেন। আর প্রচারণার ক্ষেত্রে বেশিরভাগ বিধি-বিধানকে উপেক্ষা করেই চলছে এ প্রচারণা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার পর বহু কাঙ্খিত বৃষ্টিপাতে জনজীবন শিক্ত হলেও ভোট প্রার্থীদের গণসংযোগসহ প্রচারণায় ছন্দপতনে অনেকই নিরাস হলেও দুপুরের মধ্যেই সে পরিস্থিতির উন্নতি ঘটে। প্রার্থী আর প্রচারকর্মীদের মুখেও হাঁসি ফোটে। ঘড়ির কাটা...