বাংলাদেশে মাদারস@ওয়ার্ক প্রোগ্রাম প্রসারিত করতে  ইউনিসেফ-এর সাথে অংশীদারিত্ব করলো এ্যাভেরী ডেনিসন

বাংলাদেশে মাদারস@ওয়ার্ক প্রোগ্রাম প্রসারিত করতে ইউনিসেফ-এর সাথে অংশীদারিত্ব করলো এ্যাভেরী ডেনিসন

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) পরিচালিত ‘মাদারস@ওয়ার্ক প্রোগ্রাম’, দেশব্যাপি প্রসারের লক্ষ্যে বিখ্যাত গ্লোবাল ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ডিজিটাল আইডেন্টিফিকেশন সল্যুশন প্রতিষ্ঠান এ্যাভেরী ডেনিসন (এনওয়াইএসই:এভিওয়াই) ইউনিসেফ-এর সাথে অংশীদারিত্ব করেছে। মাদারস@ওয়ার্ক প্রোগ্রাম একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীদের মাতৃকালীন অধিকার ও শিশু যতœ নিশ্চিতে সাহায্য করা। এই অংশীদারিত্বের মাধ্যমে, এ্যাভেরী ডেনিসন ফাউন্ডেশন আগামী ২ বছরে আরও ১৬০টি তৈরি পোশাক...