নেছারাবাদে কামারকাঠিতে ছারছীনা পীরের একদিনের মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
নেছারাবাদ উপজেলার পূর্ব কামারকাঠিতে ছারছীনা পীরের একদিন ব্যাপী বাৎসরিক মাহফিল বৃহস্পতিবার(৯মার্চ) শুরু হবে। জলাবাড়ী ইউনিয়নের পূর্ব কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়(মডেল স্কুল) ময়দানে বাদ আসর থেকে ওই এক দিনের মাহফিল শুরু হবে । ছারছীনা শরীফের আ`লা হযরত পীর ছাহেব হুজুর কেবলার শুভাগমনে আলহাজ্ব মৌলভী মো: আজাহার আলী চৌধুরীর ২৩ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে প্রতি বছর উক্ত ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল...