পায়ের ওপর বাস তুলে দিলেন চালক
রাজধানীর ফার্মগেটের আল-রাজি হাসপাতা –সংলগ্ন সড়কে রিকশার জন্য দাঁড়িয়েছিলেন ফাতেমা কাশেম ওরফে ওয়াফা (২৫)। কিছু বুঝে ওঠার আগেই এলাইক পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়েন রাস্তার পাশে । এ সময় বাস চালক তার ডান পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এর পর তার ঠিকানা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে...