মুসলিম স্কুলের শতবর্ষী লাইব্রেরি পুড়িয়ে ফেলায় ভারতের শহরে শোক
কাঁচের টুকরা, পাথর, ইট এবং মদের বোতল ছড়িয়ে আছে পুরো কম্পাউন্ড জুড়ে। মূল ভবনের প্রবেশপথের দরজাটি নেই। পুড়ে যাওয়া ফ্যান, জানালা, দরজা ও আসবাবপত্রের ধ্বংসাবশেষ মেঝেতে পড়ে আছে, কালি দিয়ে কালো হয়ে গেছে। এক কোণে ভাঙা ছাদ থেকে পানি পড়ছে। এ মাসের শুরুতে আল-জাজিরা পূর্ব ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার বিহার শরীফ শহরের একটি বিশিষ্ট মুসলিম স্কুল মাদরাসা আজিজিয়া পরিদর্শন...