আজ রাজধানীতে সমাবেশ করবে জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ এখনো
০৫ জুন ২০২৩, ০৯:১২ এএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ০৯:১২ এএম

তিন দাবিতে আজ সোমবার বায়তুল মোকাররমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য পুলিশের অনুমতি পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল তারা। কিন্তু অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া মিছিল-সমাবেশের সুযোগ নেই। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।
এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত সমাবেশের জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।
অনুমতি ছাড়াই সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। পুলিশের ভূমিকা কী হতে পারে? জানতে চাইলে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি কমিশনার।
তবে জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার জানমাল, অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইন-শৃঙ্খলা বিঘ্ন করে, জানমালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
হারুন অর রশীদ বলেন, ‘তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী মিছিল বা সভা-সমাবেশের অনুমতি পায়নি। এরপরও যদি তারা জমায়েত হয়, সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে তবে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বিবেচনায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমন বলেন, এর আগেও আমরা অনেকবার অনুমতি চেয়েছি। কিন্তু বারবারই আমাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এবারও আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সমাবেশ করার অনুমতি চেয়েছি। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি দেয়নি। অনুমতি দিলে ভালো, না দিলেও আমরা কর্মসূচি পালন করব। কোনো বাধাই জামায়াতে ইসলামী তোয়াক্কা করবে না। অনুমতি না দিয়ে পুলিশ যদি স্যাবোটাজ করে, বিশৃঙ্খলা করে, বাধা দেয় তবে সব দায়-দায়িত্ব পুলিশকেই নিতে হবে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা, জানালেন চিকিৎসক

ক্যাসিনো সম্রাট মোশাররফ সহ আটক ৭

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, ঝুঁকিতে বাঁধ

শৈলকুপায় মালিককে না পেয়ে ফার্ম ম্যানেজারকে কুপিয়ে জখম

‘আপা ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে’

বিশ্বনাথে কৃষকের উপর সন্ত্রাসী হামলা : হাসপাতালে ভর্তি

জুলাই এবং আগস্টের পরিবর্তনের ধারাবাহিকতায় সৃষ্টি হবে নতুন বাংলাদেশ- সিলেট বিভাগীয় কমিশনার

এবার ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও জাল পাসপোর্ট সহ গ্রেফতার ১

শিবালয়ে নববর্ষ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

বর্ষবরণের ছায়ানট অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা

মতলবে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে’

চুয়াডাঙ্গায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে

নতুন বছর হোক নতুন প্রেরণার: মেয়র ডা. শাহাদাত

প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

রায়পুরে বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার