সাভারের তিন প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট, আমিনবাজারে শতাধিক আটক
২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৩ পিএম
রাজধানীতে আজ শীর্ষ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশ মুখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে বলে দাবি পুলিশের। শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ও বিরুলিয়া এলাকায় গিয়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা যায়। এসব চেকপোস্ট গতকাল শুরু হয়ে এখন পর্যন্ত চলছে।
আমিনবাজারের চেকপোস্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যাত্রীবাহী সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় প্রাইভেটকার, হাইয়েস, দূরপাল্লার যানবাহনে তল্লাশি চালানো হয়। ধামরাই থেকে আমিনবাজার পর্যন্ত যাত্রীদের কমপক্ষে তিনটি চেকপোস্টের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া হেঁটে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সন্দেহ কিংবা সদুত্তর দিতে না পারলে যাত্রীদের আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও পুলিশ বলছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। সকাল থেকে প্রায় শতাধিক যাত্রীকে আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ঢোকাতে দেখা গেছে। এই হাসপাতালটিই অস্থায়ী হাজতখানা হিসাবে ব্যবহার করছে পুলিশ।
আশুলিয়ার বাইপাইল থেকে বাসে সকাল ৭টায় মিরপুর অফিসের উদ্দেশ্য রওনা করেন মাহবুবুল। তিনি বলেন, সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কের চেকপোস্টের কারণে এখনও অফিসে পৌঁছাতে পারিনি। চেকপোস্টে তেমন সমস্যা নেই, তবে একটা একটা করে যানবাহনে তল্লাশি করতে সময় লাগছে। ফলে যানবাহনের পিছনে আরেকটা যানবাহনের সিরিয়াল জমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি বলেন, আজ ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে। সমাবেশ ঘিরে কেউ যাতে নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আমরা চেকপোস্ট পরিচালনা করছি। আশুলিয়া, বিরুলিয়া ও আমিবাজারসহ সাভারেই তিনটি চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।
চেকপোস্টে আটকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আমরা গ্রেপ্তার করছি। আর সন্দেহ হলে কিছু সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এটাকে আটক বলবো না। তবে এখন পর্যন্ত কত জনকে আটক করা হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি বলতে পারেননি।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা