একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া : অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ তার ‘একটি পতাকা পেলে’ কবিতায় বলেছেন, -‘কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস, ব্যর্থ চল্লিশে বসে বলবেন,-‘পেয়েছি, পেয়েছি’। এই কবিতায় খুবই সহজ করে হেলাল হাফিজ স্বাধীনতার মূল যে চেতনা তার প্রকাশ ঘটিয়েছেন। তার মতে স্বাধীনতা সাধারণের মধ্যে এক...