সংস্কার প্রস্তাব জমা দিয়েছে গণসংহতি আন্দোলন
২৫ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদারের হাতে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে গণসংহতি আন্দোলন। ২৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় ঐক্যমত কমিশনে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সংস্কার প্রস্তাব জমা দেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু ও দীপক রায়।
গণসংহতি আন্দোলন বেশ কিছু সংস্কার প্রস্তাবে সংশোধনীসহ অনেকগুলো প্রস্তাবে একমত প্রকাশ করেছে এবং কিছু প্রস্তাবে আপত্তি জানায়। এইসব প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনে জোর দেয়।
প্রস্তাব জমা দান শেষে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘বাংলাদেশে একটি গণতান্ত্রিক বিনির্মাণের জন্য এদেশের মানুষ বহুদিন ধরে সংগ্রাম করছেন। মানুষের সংগ্রামে বারবারই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় এখানে সংবিধানসহ রাষ্ট্র কাঠামো সংস্কারের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন ও সর্বশেষ ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এটা বাংলাদেশের মানুষের সামগ্রিক অভিপ্রায়ে পরিণত হয়েছে। জনগণের এই অভিপ্রায় কে স্বীকৃতি দিতেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে চায় গণসংহতি আন্দোলন। জনগণের অভিপ্রায়ের প্রকাশ হিসেবে যখন সংবিধান সংস্কার করা হবে এবং জনগণের গণভোটের মাধ্যমে তা গৃহীত হবে তখন সেটা হবে সংবিধানের মূল কাঠামো। যাকে রক্ষা করাই হবে সর্বোচ্চ আদালতের দায়িত্ব। এর ভেতর দিয়ে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচিত হবে। গণসংহতি আন্দোলন সংস্কার কমিশনের সুপারিশের সাথে সম্পূরক আরো কিছু প্রস্তাব দিয়েছে। যার ভেতরে আছে উপনিবেশিক আইনের বদল করে তাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের উপযোগী করতে একটি আইন কমিশন গঠন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে সমাজে গণতান্ত্রিক পরিসরের ক্ষতি না করে সামগ্রিক বিকাশের স্বার্থে ব্যবহার করা যায় সে বিষয়ে ও আইন প্রণয়ন আগামী প্রজন্মের জন্য জরুরি। এছাড়া দুর্নীতি দমনে ব্যাংক কোম্পানি আইনের সংস্কার করে একই পরিবারের একাধিক সদস্যদের বারবার ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য হওয়ার আইন বদলে আমরা প্রস্তাব দিয়েছি। গণসংহতি আন্দোলন সেসব প্রস্তাবেই আপত্তি করেছে যেগুলোকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে তারা সাংঘর্ষিক মনে করে।’
তিনি আরও বলেন, ‘এসব সংস্কার বাস্তবায়িত হতে হলে রাজনৈতিক দল সহ জনগণের বিভিন্ন শক্তির ভেতরে ঐক্য প্রয়োজন এই মুহূর্তে বিভাজনকে বৃদ্ধি না করে ঐক্যের শক্তিকে সংহত করে সংস্কারের প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে গেলেই একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, সমৃদ্ধ, জনগণের স্বার্থ রক্ষাকারী, সত্যিকার সার্বভৌম বাংলাদেশ অর্জন সম্ভব।’
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা