প্রশ্ন: রোজা ও মাসআলা সম্পর্কে জানতে চাই?
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
উত্তর: যেসব কারণে রোযা নষ্ট হয়ে যায়:
(১) কানে ও নাকে ঔষধ ঢেলে দেয়া।
(২) ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা।
(৩) কুল্লি করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়া।
(৪) কোনো নারীর সঙ্গে মাখামাখিতে বীর্যপাত হয়ে যাওয়া।
(৫) এমন কোন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন কাঠ, লোহা, কাচা গম ইত্যাদি।
(৬) লোবান বা উদ কাষ্ঠ ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে বা কণ্ঠনালীর ভেতরে টেনে নেয়া; বিড়ি, সিগারেট ও হোক্কা পান করারও একই বিধান।
(৭) ভুলে পানাহার করার পর এমনটি ধারণা করে যে, আমার রোযা নষ্ট হয়ে গেছে ; পুন পানাহার করে নিল।
(৮) রাত বাকী আছে মনে করে সুবহে সাদেকের পর পানাহার করে নিল।
(৯) সূর্য ডুবে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিল। উল্লেখ্য, এসব ক্ষেত্রে রোযা ভেঙ্গে যায় এবং শুধু রোযা কাযা করতে হয়; কাফফারা আবশ্যক হয় না।
(১০) ভুলে নয়, জেনে-বুঝে সুস্থ-সবল অবস্থায়, কোন ওযর-সমস্যা ব্যতীত দিনের বেলায় পানাহার করলে অথবা স্ত্রী-সঙ্গম করলে, সেই রোযার কাযাও করতে হয় এবং কাফফারাও প্রদান করতে হয়। ‘কাফফারা’ হল, একটি ক্রীতদাস মুক্তকরন; অথবা একাধারে ৬০টি রোযা পালন করা। আর যদি রোযা রাখার শক্তি-সামর্থ না থাকে, সেক্ষেত্রে ৬০জন মিসকীনকে দু’বেলা পেটপুরে খাবার খাওয়াতে হবে। এ যুগে যেহেতু শরীয়তসম্মত গোলাম বা ক্রীতদাস বাস্তবে নেই, সে কারণে কাফফারা’র ক্ষেত্রে শেষোক্ত দু’টির যে-কোন একটি পালন করতে হবে।
যেসব কারণে রোযা মাকরূহ হয়:
(১) রোযা অবস্থায় দিনের বেলায় অপ্রয়োজনে কোন বস্তু চিবানো অথবা লবন ইত্যাদি জিহবায় দিয়ে থু থু ফেলে দেয়া; টুথপেস্ট বা মাজন বা কয়লা দ্বারা দাঁত মাজা বা পরিস্কার করা।
(২) সারাদিন গোসল ফরয অবস্থায় অপবিত্র কাটিয়ে দেয়া।
(৩) একান্ত প্রয়োজন ছাড়া সিংগা লাগানো এবং দূর্বল হয়ে পড়ার ভয় থাকলে নিজ শরীর থেকে অন্যের জন্য রক্তদান করা মাকরূহ; কিন্তু তাতে রোযা নষ্ট হয় না।
(৪) রোযা অবস্থায় গীবত করা তথা কারও অবর্তমানে তার দোষ বর্ণনা করা রোযার ক্ষেত্রে মাকরূহ বটে; কিন্তু এ গীবত কর্মটি অন্যতম একটি হারাম কাজ ও কবীরা গুনাহ বটে। মাহে রামাদানে এর পাপ আরও অনেক গুণ বেড়ে যায়। (৫) রোযা অবস্থায় ঝগড়া-বিবাদ, গালি-গালাজ করা; হোক তা কোন মানুষের সঙ্গে বা কোন জীবজন্তুকে বা কোন প্রাণহীন জড় বস্তুকে; এসব কারণেও রোযা মাকরূহ হয়ে যায়।
যেসব কারণে রোযা নষ্টও হয় না মাকরূহও হয় না:
(১) মিসওয়া করা।
(২) মাথায় বা মোচ-দাড়িতে তেল ব্যবহার করা।
(৩) চোখে ঔষধ বা সুরমা দেয়া।
(৪) আতর-সুগন্ধি ব্যবহার করা।
(৫) গরম ও পিপাসার কারণে গোসল করা।
(৬) যে-কোন রকম ইনজেকশন বা টিকা দেয়া।
(৭) ভুলবশত পানাহার করা।
(৮) অনিচ্ছাবশত গলায় ধোঁয়া বা ধুলোবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা।
(৯) কানে পানি দেয়া (২/১ ফোটা) অথবা অনিচ্ছাকৃত প্রবেশ করা।
(১০) অনিচ্ছাকৃত বমি হওয়া।
(১১) শোয়া অবস্থায় স্বপ্নদোষ হয়ে যাওয়া।
(১২) দাঁত হতে রক্ত বের হওয়া এবং তা গলা অতিক্রম না করা।
(১৩) ঘুমের মধ্যে বা সহবাসের কারণে রাতে গোসল ফরয হয়েছিল; অথচ সুবহে সাদেকের পূর্বে গোসল করা হয়নি; আর এমতাবস্থায় রোযার নিয়ত করে নেয়া হয়েছে; তাতেও রোযার কোন ক্ষতি নেই।
উত্তর দিচ্ছেন: মুফতী মো: আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন (গবেষণা বিবাগ)।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ