খুন ধর্ষণ ও মাদকের ভয়াল অপরাধের জনপদ কুমিল্লা
০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
শিক্ষা, সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের জেলা কুমিল্লায় বাড়ছে অপরাধমূলক কর্মকা-ের বিস্তৃতি। সেই সঙ্গে বেড়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও। ন্যায়বিচারের জন্য সামাজিক অনুশাসন কিংবা আইনের আশ্রয় না নিয়ে ব্যক্তিগত আক্রোশ কিংবা আধিপত্য বিস্তার, আর্থিক লোভ, পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক আক্রমণাত্মক কার্যক্রমের বহিঃপ্রকাশে খুন এবং পরকীয়ার ঘটনায় শিশুকে মেরে ফেলা ও তুচ্ছ ঘটনায় গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার মতো অপরাধও বেড়েছে এই কুমিল্লায়। গত দুই যুগের প্রতিটি বছরের ন্যায় ২০২৩ সালেও এর ব্যত্যয় ঘটেনি। জেলা পুলিশের অপরাধচিত্রের আলোকে গেলো বছরের জানুয়ারি থেকে নভেম্বর এবং ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত কুমিল্লায় ৯৫টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে। একটি খুনের মামলার তদন্ত শুরু না হতেই আরেকটি খুনের ঘটনাও এখানে সংঘটিত হয়েছে।
গেলো বছরের প্রতি মাসেই ঘটেছে ৯/১০টি খুনের ঘটনা। হত্যাকা-ের ঘটনাগুলো পর্যালোচনা করলে মনে হয় এখানে নুনের চেয়ে খুন সস্তা। কেবল ৯৫টি খুনই নয়, ১২৮টি ধর্ষণের ঘটনাও ঘটেছে এখানে। তাছাড়া ভারত সীমান্তবেষ্টিত এ জেলায় গেলো বছরে ২ হাজার ৮৩৭টি মাদকের মামলা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বিগত বছরগুলো মতো ২০২৩ সালও কুমিল্লা পরিণত হয়েছিল খুন, ধর্ষণ ও মাদকের ভয়াল অপরাধযজ্ঞের জনপদে।
কুমিল্লা জেলা পুলিশের অপরাধচিত্রের তথ্যানুসারে ২০২৩ সালের জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লার ১৮টি থানা এলাকায় ৯৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই মাসে ১০টি করে ও সেপ্টেম্বরে ১১টি এবং অন্যান্য মাসে ৮/৯টি করে খুনের ঘটনা ঘটে। এসব খুনের মধ্যে আলোচিত ও চাঞ্চল্যকর মামলায় অন্তর্ভুক্ত হয়েছে এমন সংখ্যাও কম নয়। এর মধ্যে দাউদকান্দির গৌরিপুরে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে বোরকাপরা তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজ দলের লোকেরাই তাকে খুন করে। এ ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এছাড়াও মুরাদনগরে ছাগলে কাঁঠাল পাতা খাওয়াকে কেন্দ্র করে, বুড়িচংয়ে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে, বরুড়ায় চুরির অভিযোগ এনে যুবককে গাছে ঝুলিয়ে পেটানো এবং কুমিল্লা শহরের ডুমুরিয়া চানপুর এলাকায় যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। এছাড়া লাকসামে মাদকের বিরোধিতা করায় প্রকাশ্যে কুপিয়ে খুন ও বুড়িচংয়ে গলা টিপে শিশুকে ও তিতাসে পূর্ব বিরোধের জেরে গলা কেটে আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়।
কেবল একের পর এক খুনই নয়, গেলো বছরে কুমিল্লায় বেড়েছে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা। প্রেমঘটিত, নিকটাত্মীয়, স্কুল, মাদরাসার শিক্ষক এর মতো বিশ্বাসের জায়গাগুলোতে পচন ধরায় ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনাগুলো অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়েছে। যার ফলে বছরজুড়ে ধর্ষণের শিকার হয়েছে ১২৮ জন নারী ও শিশু। অপরদিকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেও সীমান্তবর্তী জেলা কুমিল্লায় মাদকের ভয়াবহতা দমানো যাচ্ছে না। প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর কোন না কোন সংস্থা গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ নানাধরনের মাদক আটক করছেন। কিন্তু কমছে না মাদকের পাচার ও বেচাবিক্রি। গেলো বছরে পুলিশ ও বিভিন্ন সংস্থা মাদক পাচার ও বেচাবিক্রির ঘটনায় ২ হাজার ৮৩৭টি মামলা করেছেন।
হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধের তথ্য উদঘাটন বা জড়িতদের গ্রেফতার নিয়ে প্রায় সময় আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, খুনের ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই পর্যালোচনা করলে দেখা যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তা ঘটনা ঘটছে না। বরং খুবই তুচ্ছ কারণে এসব ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চেষ্টা করে যেকোনো অপরাধ সংগঠিত হবার পর দ্রুত সাড়া দিতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে। আর মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। তবে মাদকের প্রবণতারোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। অনেকে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিচ্ছেন তাদের আইন প্রয়োগের বিষয়ে অজ্ঞতা আছে। আইন প্রয়োগ করার কার কতটুকু ক্ষমতা সেটাও জানতে হবে। জনপ্রতিনিধিসহ সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, সামাজিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় খুনোখুনির ঘটনা ঘটেছে। বিষয়টি উদ্বেগজনক। তাই সমাজে বসবাসকারিদের একে অন্যের প্রতি সহনশীল হতে হবে। সম্পর্কের উত্তরণ ঘটাতে হবে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, টহল ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের অভিযোগ, পরামর্শ আমলে নেয়ার জন্য থানাগুলোতে নাগরিক সেবার মান বাড়াতে পারলে সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে এবং তাতে বিচ্ছিন্নভাবে সংঘটিত হত্যাকা- ও অন্যান্য অপরাধ প্রবণতা কমে আসবে।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ