অদম্য আলকারাজ
০৫ জুন ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৩ এএম
টেনিসে ‘ড্রপ শট’ একটি শিল্প। পরশু ফ্রেঞ্চ ওপেনে স্পেনের কার্লোস আলকারাজের এই কৌশলেই ধরাশায়ী ইতালির লোরেঞ্জো মুসেত্তি। চতুর্থ রাউন্ডে স্ট্রেট সেটে জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা। শীর্ষ বাছাই আলকারেজ ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ১৭তম বাছাই মুসেত্তিকে।
প্রথম সেটের প্রথম দুটি গেম জিতে যান মুসেত্তি। কিন্তু তার পরে হঠাৎই বদলে গেল খেলা। অভিজ্ঞরা যেমন শুরুর কয়েকটি বল দেখে নিয়ে তার পর হাত খোলা শুরু করেন, তরুণ আলকারাজ তেমনই করলেন। তার পরে একতরফা খেলা। মুসেত্তি দাঁড়াতেই পারলেন না। ০-২ পিছিয়ে থাকা অবস্থায় পর পর পাঁচটি গেম জিতলেন স্প্যানিশ তারকা। সেই সেট জিতেও আর বেগ পেতে হয়নি। দ্বিতীয় সেটেও একই ছবি। কয়েকটি পয়েন্টের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হলেও যখনই আলকারাজ ড্রপ শট মারছিলেন তখনই সমস্যায় পড়ছিলেন মুসেত্তি। বেস লাইন থেকে ড্রপ শট টেনিসের অন্যতম কঠিন শট। সেটাই অবলীলায় মারছিলেন আলকারাজ। তৃতীয় সেটে সার্ভিসের সমস্যায় পয়েন্ট হারালেন মুসেত্তি। আর সেখানেই খেলা ছিনিয়ে নিলেন আলকারাজ। শেষ পর্যন্ত ২ ঘণ্টা ৮ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছে যান বর্তমান শীর্ষ বাছাই আলকারেজ। এই স্প্যানিশ তারকা শেষ আটে লড়বেন গ্রীসের স্টেফেনো চিচিপাসের বিপক্ষে।
অন্যদিকে একই রাতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে কোর্টে নেমেছিলেন ২২ গ্র্যান্ড সø্যামের মালিক নোভাক জোকোভিচ। এই সার্বিয়ানের প্রতিপক্ষ ছিলেন পেরুর হুয়ান পাবলো ভারিয়াস। গত বার ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন পাবলো। তাই এই ম্যাচ যে জোকোভিচ সহজেই জিতবেন সেটা আগে থেকেই অনেকটা পরিষ্কার ছিল। সেই জল্পনা সত্যি করে স্ট্রেট সেটে জিতলেন জোকার। মাত্র ১ ঘণ্টা ৫৭ মিনিটে পাবলোকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পুরুষদের তৃতীয় বাছাই জোকোভিচ।
গোটা ম্যাচে যে সাতটি গেম জিতেছেন পাবলো সেগুলোও জোকোভিচের ভুলে। নইলে আরও আগে শেষ হয়ে যেত খেলা। প্রথম সেটে জোকোভিচ পর-পর চারটি গেম জিতে যাওয়ার পর পাবলোর বেশ চমকে দিয়ে খেলায় ফেরার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে সেট জেতেন জোকার। দ্বিতীয় সেটেও একই ছবি। শুরুর দিকের কয়েকটি গেম জিতে যান জোকোভিচ। সার্ভিস ভোগায় পাবলোকে। প্রথম সার্ভিসে তিনি পয়েন্ট তুলতে পেরেছেন ৬৫ শতাংশ। দ্বিতীয় সার্ভিসে আরও খারাপ। মাত্র ৫৩ শতাংশ। জোকোভিচ সেট জেতেন ৬-২ গেমে। তৃতীয় সেটেরও একই ফলাফল।
এই ম্যাচ জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে রাফায়েল নাদালের রেকর্ড ভেঙেছেন জোকোভিচ। এই নিয়ে তিনি ১৭ বার ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন। ১৪ বার রোলাঁ গাঁরোয় শিরোপা জেতা নাদাল ১৬ বার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা