ইভোল্যুশন ফাইট সিরিজে সেরা বাংলাদেশের আল-আমিন
৩০ জুলাই ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম
মেধা আর পরিশ্রম একজন মানুষকে তার কর্মক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য এনে দেয়। এ দু’টোর সংমিশ্রণেই পেশাদার বক্সিংয়ে ইতোমধ্যে নিজেকে আলাদা করে চিনিয়েছেন দেশসেরা বক্সার মোহাম্মদ আল-আমিন। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া প্রতিভাবান এই বক্সার এবার দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়ে লাল-সবুজের পতাকার সম্মান বাড়িয়েছেন।
গতপরশু থাইল্যান্ডে অনুষ্ঠিত বহুজাতিক পেশাদার বক্সিং ইভেন্ট ইভোল্যুশন ফাইট সিরিজে দাপুটে জয় পেয়ে সেরার খেতাব জিতেছেন আল-আমিন। এদিন সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ার্ল্ড সিয়াম স্টেডিয়ামে সিরিজের ‘সুপার ওয়েল্টার’ ক্যাটাগরিতে স্বাগতিক বক্সার তাপানাত লোরেসিংতাওয়ার্নকে মাত্র আড়াই মিনিটেই ধরাশায়ি করেন তিনি। চার রাউন্ডের এই ফাইটে আল-আমিনের সামনে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ থাই বক্সার। ফাইটের শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেন বাংলাদেশি বক্সার। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন আল-আমিন। চার রাউন্ডের খেলার প্রথম রাউন্ডের আড়াই মিনিটের মাথায় আল-আমিনের কয়েকটি বাউটে রিংয়ে লুটিয়ে পড়েন থাই বক্সার তাপানাত। পরে উঠে দাঁড়ালেও পরবর্তী রাউন্ডগুলোর খেলায় আর অংশ নেবেন না বলে জানান তিনি। তখন রেফারি বাংলাদেশি বক্সারকে বিজয়ী ঘোষণা করেন। এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক কোনো ইভেন্টে দেশের বাইরে প্রথমবারের মতো বড় জয় পান আল-আমিন। পাশাপাশি পেশাদার আন্তর্জাতিক বক্সিংয়ের চারটি আসরে লড়ে তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
এর আগে ২০২২ সালে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন (বিবিএফ) আয়োজিত প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা সাউথ এশিয়ান বক্সিং ফাইট নাইটেও জয় পেয়েছিলেন আল-আমিন। বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী এই বক্সার নেপালের বক্সারকে টেকনিক্যাল নক আউটে হারান।
রাজশাহীর সন্তান আল-আমিন বক্সার হিসেবে ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারে খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেছেন। আল-আমিন মনে করেন দেশের বক্সিংয়ে উন্নতির জন্য প্রয়োজন নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। ২৯ জুলাই থাইল্যান্ডের ইভোল্যুশন ফাইট সিরিজে দাপুটে জয়ের সময় ওয়ার্ল্ড সিয়াম স্টেডিয়ামের বক্সিং রিংয়ে উপস্থিত ছিলেন বিবিএফের চেয়ারম্যান আদনান হারুন। এ সময় তিনি বিজয়ী আল-আমিনের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেন।
বিদেশের মাটিতে নিজ দেশের বক্সারের এমন সাফল্যে উচ্ছ্বসিত আদনান হারুন। তিনি বলেন, ‘আল-আমিনের এই জয়ে আমরা গর্বিত। তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে সঠিক মানসিকতা এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের বক্সিং পরবর্তী স্তরে যেতে পারে। আমার বিশ্বাস, বক্সিং খেলায় বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল।’
ইভোল্যুশন ফাইট সিরিজটি বিশ্বের বক্সিং কমিউনিটিকে একত্রে এনেছে। সিয়াম স্টেডিয়ামে দর্শনার্থীরা রাতভর একাধিক অসাধারণ লড়াই উপভোগ করেছেন। বাংলাদেশ ছাড়াও যে লড়াইয়ে অংশ নেন ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড এবং আলজেরিয়ার বক্সাররা। তারা বিভিন্ন ওজন শ্রেনীতে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য লড়েন। ইভোল্যুশন ফাইট সিরিজটির আয়োজক ছিল ডাব্লিউবিসি এশিয়ান বক্সিং কাউন্সিল এবং প্রোমোমশনে ছিল ডিএনডি।
দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক এই ইভেন্টে বাংলাদেশের আরেক সেরা বক্সার সুরো কৃষ্ণ চাকমা অংশ নিতে পারেননি। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন থাকায় বক্সিংপ্রেমীরা তার লড়াই মিস করেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত