এশিয়ান গেমসের জমকালো উদ্বোধন

হ্যাংজুতে এক দিনে বাংলাদেশের আট ডিসিপ্লিন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

হ্যাংজু এশিয়ান গেমসের পুরুষ ও নারী ফুটবল এবং ক্রিকেট শুরু হয়েছে কয়েক দিন আগেই। পুরুষ ফুটবল গত ১৯ সেপ্টেম্বর মাঠে গড়ালেও নারী ফুটবল শুরু হয় ২২ সেপ্টেম্বর। এছাড়া গ্রুপ পর্বের খেলা শেষে নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার দিনক্ষণ ছিল গত বৃহস্পতিবার। কিন্তু এদিন বৃষ্টির কারণে শেষ আটের দু’টি অনুষ্ঠিত না হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ও ভারত সেমিফাইনালের টিকিট কাটে। শুক্রবার বৃষ্টির দাপটে তৃতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে ১৫ ওভারের ম্যাচ। যেখানে শ্রীলঙ্কা ৮ উইকেটে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায়। তবে এদিন বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার শেষ আটের শেষ ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যাক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় টাইগ্রেসরা সেমিতে জায়গা পায়। ফুটবল ও ক্রিকেটের মাঠের লড়াই আগে শুরু হলেও এশিয়ান গেমসের ১৯তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। এদিন হ্যাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) শুরু হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিটের এই অনুষ্ঠানকে ঘিরে নানা রঙে রঙিন সাজে সেজেছিল অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম। ঘণ্টা তিনেক আগেই এই স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। হ্যাংজুতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি ঝরছে। বাংলাদেশের মতো অঝোর ধারায় নয়, টিপটিপ করে প্রায় সারাদিনই বৃষ্টি ঝরেছে। যদিও কাল বিকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার ছিল। তারপরও আয়োজক কমিটি গ্যালারিতে আগত দর্শকদের ওয়ানটাইম রেইন কোট দেয় স্টেডিয়ামে প্রবেশের আগেই। স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চারটি জায়ান্ট স্ক্রিন বসানো হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিভিন্ন গানে মুখরিত রয়েছে অলিম্পিক সেন্টার। বাচ্চারা বল নিয়ে কসরতও দেখিয়েছে। মাঠকে নীল ও সাদা দুই রংয়ে রাঙানো হয়েছে। এক কোণে স্থাপন করা হয়েছে কয়েক ধাপের মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশ কন্টিনজেন্টের প্রায় আড়াই’শ জনের বহরে জাতীয় পতাকা বহন করেন উপমহাদেশের দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ থেকে শুরু হচ্ছে হ্যাংজু এশিয়ান গেমসে খেলার মূল ব্যস্ততা। খেলা শুরুর প্রথম দিনেই বাংলাদেশ আট ডিসিপ্লিনের লড়াইয়ে নামছে। এগুলো হচ্ছে- পুরুষ ফুটবল, নারী ক্রিকেট, হকি, শুটিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, দাবা ও তায়কোয়ান্দো। এই আট ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশের কোটি ক্রীড়াপ্রেমীর নজর থাকবে জাতীয় নারী ক্রিকেট দলের উপর। আজ নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হ্যাংজুর ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ভারতকে হারাতে পারলে নিগার সুলতানা জ্যোতিরা ফাইনালে উঠার পাশাপাশি রৌপ্যপদক নিশ্চিত করবেন। সেমিফাইনালে হারলেও পদক জয়ের সম্ভাবনা থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে জ্যোতিদের আগামীকাল লড়তে হবে ব্রোঞ্জের জন্য। তবে শঙ্কা আছে সেমিফাইনালে নারী ক্রিকেট দলের মাঠে নামা নিয়েও। কারণ হ্যাংজুর আকাশে অনবরত ঝরছে বৃষ্টি। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ সেই সম্ভাবনা নেই। তবে ম্যাচটি পরিত্যক্ত হলে কপাল পুড়বে বাংলাদেশের। বাইলজ অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে প্রতিপক্ষ ভারত। সেক্ষেত্রে এই ডিসিপ্লিনে বেঁচে থাকবে শুধু ব্রোঞ্জের আশা। ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে জ্যোতিরা নামার আগেই শুটিং রেঞ্জে নামবেন বাংলাদেশের শুটাররা। বাংলাদেশ দলের তারকা শুটার কামরুন নাহার কলি বলেন,‘এশিয়ান গেমস যেহেতু বড় একটি আসর, তাই একটু নার্ভাস লাগছে। তবে আজকে (গতকাল) অনুশীলন করে আসলাম, অনুশীলন খুব ভালো হয়েছে। যদি মুল খেলায় অনুশীলনের মতো স্কোর করতে পারি, তাহলে আশা করা যায় দেশের জন্য একটি পদক নিয়ে আসতে পারব।’ এদিন জিমন্যাস্টিক্সেও অংশ নেবেন লাল-সবুজের একাধিক জিমন্যাস্ট। আবু সাঈদ রাফি এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগে বলেন, ‘সর্বপ্রথম আমি বলব এত বড় মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণই বড় কিছু। আমরা হ্যাংজু এশিয়ান গেমসের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য ফাইনালে খেলা। ফাইনালে যদি উঠতে পারি,তাহলে পদক পাওয়াটা নিশ্চিত হবে। যেহেতু এক থেকে আট পর্যন্ত যারা থাকেন,তারাই ফাইনাল খেলেন। এদের যে পয়েন্ট থাকে,তা খুব কাছাকাছি।’ ফাইনালে উঠলে পদক পেতে আশাবাদী রাফি যোগ করেন,‘যেকোনো কিছুই হতে পারে ফাইনালে। যার গোল্ড পাওয়ার কথা সে অষ্টম হতে পারে, আবার যার অষ্টম হ্ওযার কথা সেও যেকোনো টাইমে গোল্ড পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে কোনোভাবে যদি ফাইনালে ওঠা যায়,তাহলে পদক পাওয়াটা খুব কাছে চলে আসবে আমাদের। যদিও এটা কষ্টকর, তবুও আমরা চেষ্টা করব ফাইনালে উঠতে।’ একই দিনে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ জাতীয় হকি দলকে। আজ প্রথম ম্যাচে জিমি-আশরাফুলদের প্রতিপক্ষ বর্তমান স্বর্ণজয়ী জাপান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে কাল বিশ্রামে ছিল বাংলাদেশ হকি দল। দাবার বোর্ডে প্রথম চ্যালেঞ্জ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও নোশিন আনজুমের। পুরুষ ব্যক্তিগত ইভেন্টে নিয়াজ আর নিজের প্রথম এশিয়ান গেমসে খেলার অপেক্ষায় আছেন বাংলাদেশের একমাত্র নারী দাবাড়ু নোশিন। আজকের ব্যস্ততম দিনের দুপুরে সাঁতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে নামবেন সামিউল ইসলাম। তায়কোয়ান্দোও রয়েছে দিনের একভাগে আর বিকালে নিয়মরক্ষার ম্যাচে শক্তিশালী স্বাগতিক চীনের বিপক্ষে মাঠে নামবে বিদায়ের পথে থাকা বাংলাদেশ পুরুষ ফুটবল দল।

এবারের হ্যাংজু এশিয়ান গেমসে ১৭টি ডিসিপ্লিনে খেলছে বাংলাদেশ। এশিয়ার ৪৫টি দেশের প্রায় সাড়ে ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন ১৬ দিনের এই গেমসে। যার পর্দা নামবে ৮ অক্টোবর। চীন তৃতীয়বারের মতো স্বাগতিক হয়েছে এশিয়ান গেমসের। এর আগে ১৯৯০ সালে বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুতে বসেছিল এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসরটি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা

বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’

‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই

কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার

কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার

৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন

৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন