ব্যাটিং ব্যর্থতায় প্রতিরোধহীন হার বাংলাদেশের
১১ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের দেখা পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। কিউইদের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিলো তারা। গতকাল ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ১৩৭ রানে হারায় বাংলাদেশকে। আগে ব্যাট করে ওপেনার দাউদ মালানের অনবদ্য সেঞ্চুরি এবং আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও জো রুটের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
ম্যাচের একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ’ পার করবে ইংল্যান্ড। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের চারশ’ করতে দেয়নি টাইগাররা। ইনিংসের ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৮ রান ছিল ইংল্যান্ডের। তবে এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরের ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পেরেছে মোটে ৬৬ রান।
ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে কোনো চমক নয়। দুই প্রান্ত দিয়ে পেস আক্রমণই শুরু করেন সাকিব। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান। তবে পঞ্চম ওভার এসে হাত খুলে খেলা শুরু করেন মালান। টানা দুই বলে মুস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়িয়ে নেন তিনি। মুস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেন আরেক ওপেনার বেয়ারস্টো। ফলে ৪৯ বলেই এই জুটি ৫০ রান পূর্ণ করে। আর তাদের ১০০ ছুঁতে লাগে ৯৩ বল। ৩৯ বলে হাফসেঞ্চুরি করেন মালান। ৫০ রান করতে তিনি ৭টি চার ও দুই ছক্কার মার মারেন। তবে মালানের তুলনায় বেয়ারস্টো ছিলেন কিছুটা ধীরগতির। ৮ চারের মারে তার পঞ্চাশ ছুঁতে লাগে ৫৪ বল। কিছুতেই যখন কিছু হচ্ছিল না। তখন ইনিংসের ১৮তম ওভারে ইংল্যান্ডের উদ্বোধনী জুটিটি ভাঙেন সাকিব। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। ১৭.৫ ওভারে ১১৫ রান আসে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি থেকে।
তবে দ্বিতীয় উইকেটে আরো বড় জুটি গড়ে ফেলে ইংলিশরা। ১১৭ বলেই ১৫১ রান তুলেন জা রুট ও মালান। মূলত তাদের এই জুটিই বড় সংগ্রহের পথ দেখায় ইংল্যান্ডকে। ১২ চার ও দুই ছয়ের মারে ৯১ বলে সেঞ্চুরি করেন মালান। অবশেষে মালানকে বোল্ড করে এই জুটি ভাঙেন শেখ মেহেদি হাসান। ১০৭ বলে ১৬ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে ১৪০ রান করে আউট হন মালান। তার ক্যারিয়ারে এমন দিন আর আসেনি। বাংলাদেশকে বাগে পেয়ে নিজের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংসটাই খেলে ফেললেন বাঁহাতি এই ওপেনার। এর আগে তার সেরা ইনিংস ছিল ১৩৪ রানের। মালান আউট হওয়ার সময় ৩৭.২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৬৬ রান। এরপর ৩৯তম ওভারে শরিফুল ইসলাম বোল্ড করেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে। দলীয় ২৯৬ রানে ইনসাইডেজ হয়ে স্টাম্প হারানোর আগে ১০ বলে ২০ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান বাটলার।
নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেন শরিফুল। পরপর দুই বলে তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠান জো রুট আর লিয়াম লিভিংস্টোনকে। ৪২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩০৭ রানে রুট সজোরে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে। বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিম সহজেই গ্লাভসবন্দী করেন সেই ক্যাচ। ৬৮ বলে ৮২ রানের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান ইংলিশ এই তারকা ব্যাটার। পরের বলেই শূন্য রানে বোল্ড হন লিভিংস্টোন। ৪২তম ওভারের শেষ দুই বলে ২ উইকেট। শরিফুল ইসলামের সুযোগ ছিল নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিক করার। কিন্তু তা আর হয়নি। আরও একবার টানা দুই বলে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাঁহাতি এই পেসারকে। ৪৪তম ওভারের প্রথম বলটি স্লোায়ার করেছিলেন শরিফুল, স্যাম কারান লেগ সাইডে ঠেলে দিয়েই তুলে নেন ২ রান। এরপর হ্যারি ব্রুক (১৫ বলে ২০), স্যাম কারান (১৫ বলে ১১), আদিল রশিদকে (৭ বলে ১১) থামান শেখ মেহেদি। তাসকিন আউট করেন ক্রিস ওকসকে (১১ বলে ১৪)। বাংলাদেশের শেখ মেহেদি আট ওভার বল করে ৭১ রান দিয়ে পান ৪টি উইকেট। দশ ওভার বল করে ৭৫ রানে ৩ উইকেট তুলে নেন শরিফুল। তাসকিন ও সাকিব যথাক্রমে ৩৮ এবং ৫২ রানে নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ ওপেনার লিটন কুমার দাস। দীর্ঘদিন পর তার ব্যাট কথা বলে। ধারাবাহিক ব্যর্থতার পর ইংলিশদের বিপক্ষে লিটন পান কাঙ্খিত হাফসেঞ্চুরির দেখা। ৩৬৫ রানের বিশাল লক্ষ্য। বাংলাদেশের হারটা ছিল প্রায় অবধারিত। অতিমানবীয় কিছু না ঘটলে যে ইংল্যান্ডই জিতবে ম্যাচ-এটা সবারই জানা ছিল। সে ক্ষেত্রে ব্যাটিংয়ে কতদূর যেতে পারে টাইগাররা, সেটাই ছিল দেখার। জিততে না পারলেও বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিলেন দেশের কোটি ক্রিকেটভক্ত। কিন্তু ওপেনার লিটন দাস, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় ছাড়া আর কারো ব্যাটই কথা বলতে পারেনি ইংল্যান্ডের বিশ্বসেরা বোলিংয়ের বিপক্ষে। যার ফলে শেষ পর্যন্ত বড় হারের দেখা পেতে হয় টাইগারদের।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই হ্যাটট্রিক বাউন্ডারিতে রানের খাতা খোলেন লিটন দাস। তবে পুরোপুরি ব্যর্থ হন আরেক ওপেনার তানজিদ তামিম। তরুণ এই ওপেনার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। দ্বিতীয় ওভারে রেইস টপলির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন তানজিদ তামিম। ফেরার আগে করেন ২ বলে মাত্র ১ রান। পরের বলেই ফিরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা শান্ত এদিন গালিতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।
শুরুতেই দুই উইকেট হারানোর পর খেলতে আসেন সাকিব। লম্বা পথ পাড়ি দিতে সাকিবের কাঁধে তখন অনেক দায়িক্ব। তবে ধর্মশালায় ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়কও। ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ব্যাক অফ ল্যান্থ ডেলিভারি ছিল টপলির। সেখানে লাইন মিস করে বোল্ড হন সাকিব (১)। টাইগার কাপ্তানের পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজ। ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৮ রান। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান লিটন-মুশফিক। ৭৫ বলে ৭২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপরে ক্রিস ওকসের অফ কাটারের ফাঁদে পড়ে আউট হন লিটন। তিনি ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লে হতাশ হন বাংলাদেশের সমর্থকরা। তবে তখনও জয়ের কিছুটা আশা ছিল। কিন্তু দলীয় ১৬৪ রানে মুশফিকুর রহিম আউট হলে সেই আশা ক্ষীণ হয়ে আসতে থাকে। বাংলাদেশের উইকেটরক্ষক ফিরেছেন টপলির বলেই। ডিপ থার্ডে থাকা আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৪ বলে ৫১ রান করেন মুশফিক। এরপর তাওহীদ হৃদয় (৬১ বলে ৩৯ রান) ও শেখ মেহেদি (৩২ বলে ১৪ রান) আউট হলে জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ দিকে তাসকিন (২৫ বলে ১৫ রান), শরিফুল (১৪ বলে ১২ রান) এবং মুস্তাফিজ (৯ বলে অপরাজিত ৩ রান) প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। বাংলাদেশের ইনিংস থামে ২২৭ রানে।
ইংল্যন্ডের টপলি ৪৩ রানে ৪ এবং ওকস ৪৯ রানে ২ উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন ডেভিড মালান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড