রোহিতের সামনে অসহায় আফগানরা
১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের সামনেও দাঁড়াতে পারেনি আফগানরা। ম্য্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনে অসহায় ছিলেন আফগান বোলাররা। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৯০ বল হাতে রেখে ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ভারত। আগে ব্যাট করে লড়াকু পুঁজিই পেয়েছিল আফগানিস্তান। অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তুলেছিল তারা। জবাবে অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির হার না মানা হাফসেঞ্চুরিতে ৩৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলে বড় জয় নিশ্চিত করে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ভালোই শুরু করেছিলেন। তবে প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে জসপ্রীত বুমরাহকে খোঁচা দিতে গিয়ে আউট হন ইব্রাহিম। তার আউটসাইড এডজ হওয়া বল ক্যাচ ধরেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। ফেরার আগে ৪ চারের মারে এই ওপেনার ২৮ বলে করেন ২২ রান। এরপর ক্রিজে আসা রহমত শাহকে নিয়ে বড় জুটি গড়ার ইঙ্গিত দিয়েছিলেন গুরবাজ। তবে এই উইকেটরক্ষক ব্যাটার তার ইনিংসটি লম্বা করতে পারেননি। ১৩তম ওভারের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে পুল করেন গুরবাজ। ডিপ ফাইন লেগে দাড়িয়ে থাকা শার্দুল ঠাকুর প্রথমে ছয় বাঁচান, বাউন্ডারি লাইন ছাড়িয়ে যাওয়ার আগে বলটি তিনি উপরের দিকে ছুঁড়ে দেন। এরপর সেটি আবার ক্যাচ বানিয়ে নেন শার্দুল। ৩ চার ও ১ ছক্কায় গুরবাজ করেন ২৮ বলে ২১ রান। দ্বিতীয় উইকেটে গুরবাজ-রহমতের জুটি ছিল ৩৭ বলে ৩১ রানের। এরপর দলীয় ৬৩ রানেই বিদায় নেন রহমতও। শার্দুল ঠাকুরের এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি ফেরেন মাত্র ১৬ রানে। ভারতীয় বোলিং বিভাগের চিন্তা বাড়িয়ে ১২১ রানের জুটি গড়েন শহিদী-ওমরজাই। ওমরজাইয়ের শুরুটা ধীরস্থির হলেও পরে তিনি বাউন্ডারির দিকে মনোযোগ দেন। চারের চেয়ে ছয় হাঁকানোতেই যেন তিনি বেশি পারদর্শী। ২টি চার ও ৪ ছক্কায় ৬৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন ওমরজাই। রানের গতি আরও বাড়াতে গিয়ে ওমরজাই পান্ডিয়ার বলে বড় শট খেলতে যান, কিন্তু আউটসাইড এডজ হয়ে সেটি তার স্টাম্প ভেঙে দেয়। ওমরজাই আউট হওয়ার পর রানের গতি কমতে থাকে আফগানিস্তানের। একপ্রান্তে সেট ব্যাটসম্যান শহিদী সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, অন্যপ্রান্তে মোহাম্মদ নবীর ব্যাটে একের পর এক বল ডট হতে থাকায় চাপ বাড়তে থাকে। ফলে ছন্দে থাকা শহিদীও যেন খেই হারিয়ে ফেলেন। কুলদীপ যাদবের বল রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ’র ফাঁদে আটকান আফগান অধিনায়ক। সেঞ্চুরি পাওয়া হলো না তার। ৮টি চার ও এক ছক্কায় শহিদী ৮৮ বলে করেন ৮০ রান। শেষদিকে বুমরাহ একাই আফগানিস্তানের তিন ব্যাটারকে ফিরিয়েছেন। টানা রানখরায় ভোগা নাজিবুল্লাহ জাদরান এদিন ফেরেন মাত্র ২ রানে। এছাড়া নবী ১৯, রশিদ খান ১৬ এবং মুজিব-উর-রহমান করেন ১০ রান।
ভারতের হয়ে ৩৯ রানে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়া পান্ডিয়া ৪৩ রানে পান ২ উইকেট। শার্দুল ও কুলদীপ যথাক্রমে ৩১ এবং ৪০ রানে পান ১টি করে উইকেট।
২৭৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য। কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে ভারতের সামনে এই রান যেন একেবারেই মামুলি এক লক্ষ্যে পরিণত হয়েছিল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা সেটাই প্রমাণ করলেন।
লক্ষ্য তাড়ায় নেমে ভারতের অধিনায়ক রোহিত শুরু থেকেই ছিলেন খুনে মেজাজে। দারুণ ব্যাটিংয়ে ৫০ ওভারের ম্যাচকে তিনি যেন টি-টোয়েন্টিতে পরিণত করলেন! ৩০ বলে ফিফটি হাঁকানোর পর রোহিত সেঞ্চুরি পূর্ণ করেন ৬৩ বলে। ফলে মাত্র ১০ ওভারেই বিনা উইকেটে ভারত তোলে ৯৪ রান। একদিকে রোহিত মারমুখী মেজাজে, অন্যপ্রান্তে ইশান কিষাণ খেলছেন ধীরস্থির ইনিংস। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ১৫৬ রানে। ইশান কিষাণ অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। রশিদ খানের করা গুগলি বলটিকে স্কুপ করতে গিয়ে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দেন তিনি ইশান। আউট হওয়ার আগে ৪৭ বলে ৫টি চার ও দুই ছক্কায় তিনি করেন ৪৭ রান। ১৮.৫ ওভারেই ১৫৬ রান করা ভারতের জন্য ম্যাচ জেতাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কেননা সেঞ্চুরি হাঁকানো রোহিতের ব্যাটের ধার যে তখনও কমেনি। তিনিও আউট হয়েছেন রশিদের বলে। তবে রশিদ এর আগে কেন বোলিংয়ে আসলেন না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ আক্রমণে থাকা মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি ও নাভিন-উল হকদের বল একের পর এক সীমানাছাড়া করেছেন রোহিত। ২৬তম ওভারে রশিদ খানের বলে সুইপ করতে গিয়ে স্টাম্প উপড়ে যায় রোহিতের। এর আগেই ৮৪ বল খেলে ১৬টি চার ও পাঁচ ছক্কায় ভারত অধিনায়ক করেন ১৩১ রান। এই সেঞ্চুরির সুবাদে তিনি এখন বিশ্বকাপের সর্বোচ্চ ৭টি শতকের মালিক। যার মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। রোহিত ফিরলেও ভারতের জন্য চিন্তার কোনো কারণই ছিল না। ক্রিজে নামা কোহলি ও শ্রেয়াস আইয়াররা বাকি পথ সামলেছেন ঠা-া মাথায়। ৫৬ বল খেলে ৬ বাউন্ডারির মারে কোহলি ৫৫ এবং একটি করে চার ও ছয়ের মারে আইয়ার ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের রশিদ খান ৫৭ রানে পান ২টি উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন রোহিত শর্মা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড