ক্লাসেনে বিধ্বস্ত ইংল্যান্ড
২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে হেনরিখ ক্লাসেনে বিধ্বস্ত হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তার বিধ্বংসী সেঞ্চুরিতে নিজেদের চতুর্থ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিশাল ব্যবধানে হারালো প্রোটিয়ারা। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ২২৯ রানে বিধ্বস্ত করে ইংল্যান্ডকে। আগে ব্যাট করে হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরি, রেজা হেন্ড্রিক্স, রসি ভন ডার ডুসেন ও মার্কো জ্যানসেনের দারুণ হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২২ ওভারে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে বিশাল জয় পায় প্রোটিয়ারা।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেলেও পরের ম্যাচেই ছন্দপতন ঘটে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার। গত ১৭ অক্টোবর নিজেদের তৃতীয় পুঁচকে নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হেরে অঘটনের শিকার হয় তারা। তবে চতুর্থ ম্যাচে এসে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে রান উৎসবে মেতে উঠে দক্ষিণ আফ্রিকা।
হেনরিখ ক্লাসেন ৬১ বলে ১০ চার ও ৪ ছয়ের মারে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন । শুধু ক্লাসেনই নন, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যে যখন সেট হয়েছেন ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করেছেন। স্লগ ওভারে তো রীতিমত বিধ্বংসী ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ১০ ওভারে ১৪৩ আর শেষ ৫ ওভারে ৮৪ রান তোলে প্রোটিয়ারা।
টস জিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। প্রথম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি কককে (৪) ড্রেসিংরুমে ফেরত পাঠান রিস টপলে। তবে দ্বিতীয় উইকেটে ১১৬ বলে ১২১ রানের জুটি গড়েন রেজা হেন্ড্রিক্স ও রসি ভন ডার ডুসেন। ১৯.৪ ওভারে দলীয় ১২৫ রানে আউট হন ডুসেন। তিনি ৬১ বলে ৮ চারের মারে ৬০ করে আদিল রশিদের বলে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন। কিন্তু হাত খুলে খেলতে থাকেন রেজা হেন্ড্রিক্স। একের পর এক চার ও ছয়ের মারে ইংল্যান্ডের বোলারদের দিশেহারা করে দেন তিনি। অবশেষে মারকুটে এই ব্যাটারকে বোল্ড করে ফেরান আদিল রশিদ। ২৬তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৬৪ রানে আউট হওয়ার আগে রেজা করেন ৮৫ রান। তার ৭৫ বলের ইনিংসে ৯ চার ও ৩টি ছক্কার মার ছিল।
এইডেন মার্করাম আউট হন ৩৫তম ওভারের শেষ বলে। দলীয় ২৩৩ রানে রিস টপলেকে মারতে গিয়ে বেয়ারস্টোরে ক্যাচে পরিণত হন মার্করাম। ফেরার আগে ৪৪ বলে তিন বাউন্ডারিতে ৪২ রান করেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার পাহাড়সমান সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ষষ্ঠ উইকেট জুটির। হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন মিলে ৭৭ বলেই তুলে নেন ১৫১ রান। ইনিংসের ৫ বল বাকি থাকতে আউট হন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো ক্লাসেন। তাকে বোল্ড করে ফেরান অ্যাটকিনসন। আউট হওয়ার আগে ক্লাসেন ৬৭ বলে ১২ চার ও ৪টি ছক্কার মারে করেন ১০৯ রান। তবে ইংল্যান্ডের বোলাররা থামাতে পারেননি মার্কো জানসেনকে। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তার মারকুটে ইনিংসে ৩ চারের সঙ্গে ছিল ৬টি ছক্কার মার!
ইংল্যান্ডের রিস টপলে ৮৮ রানে নেন ৩টি উইকেট। গুস অ্যাটকিনসন ও আদিল রশিদ যথাক্রমে ৬০ এবং ৬১ রানে পান ২টি করে উইকেট।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩৮ রানে ৪টি এবং ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর বড় হার নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত দুইশ রানও করতে পারেনি তারা। এর অনেক আগেই অলআউট হয়ে যায় জস বাটলারের দল। জনি বেয়ারস্টো (১০), ডেভিড মালান (৬), জো রুট (২), বেন স্টোকস (৫), হ্যারি ব্রুক (১৭), অধিনায়ক জস বাটলার (১৫)। ইংলিশ ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে। শেষ দিকে যদি দুই পেসার গুস অ্যাটকিনসন (২১ বলে ৩৫) এবং মার্ক উড (১৭ বলে ৪৩) লড়াই না করতেন তাহলে লজ্জাটা আরও বড় হতো ইংলিশদের।
দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩৫ রানে ৩টি উইকেট পান। লুঙ্গি এনগিদি এবং মার্কো জানসেন যথাক্রমে ২৬ ও ৩৫ রানে শিকার করেন ২টি উইকেট। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান হেনরিখ ক্লাসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক
ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩
হাজীগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
৪৩ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন