জন্মদিনেই শচীনকে ছুঁলেন কোহলি
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
অনেকেরই ধারণা শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির (টেস্টে ৫১, ওয়ানডেতে ৪৯) রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়বেন বিরাট কোহলি। গন্তব্যটা দূরের হলেও সে পথেই হাঁটছেন কোহলি! ওয়ানডেতে শচীনকে ছুঁয়ে ফেলে নিজের ৩৫তম জন্মদিনকে রেকর্ডে রাঙালেন তিনি। ওয়ানডে ম্যাচে ৪৯ সেঞ্চুরি করে এতোদিন রেকর্ডের চুড়ায় বসেছিলেন ভারতের লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। গতকাল বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শতক হাঁকিয়ে ৪৯ সেঞ্চুরির মালিক হয়ে শচীনের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। এখন যৌথভাবে ৪৯ সেঞ্চুরির মালিক শচীন-কোহলি। বিরাট কোহলির এই ইতিহাস গড়া সেঞ্চুরিতেই ভারতের কাছে বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা।
কাল কলকাতার ইডেন গার্ডেনে একপেশে ম্যাচে ২৪৩ রানে প্রোটিয়াদের হারিয়ে টানা আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো ভারত। আগে ব্যাট করে বিরাট কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তোলে ভারত। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে লজ্জার হার মেনে নেয় দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। বিশেষ করে রোহিত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৫.৫ ওভারে দলীয় ৬২ রানে রোহিত বিদায় নিলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪০ রান করে রাবাদার বলে অধিনায়ক বাভুমাকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। এরপর গিলও টিকতে পারেননি বেশিক্ষণ। ১০.৩ ওভারে দলীয় ৯৩ রানে মহারাজের বলে বোল্ড হন লিগ। ফেরার আগে ২৪ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় করে ২৩ রান। তিনে নেমে ধীরগতির শুরুই করেছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের রানের গতি বাড়িয়েছেন তিনি। শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন কোহলি। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। আইয়ার ৮৭ বলে ৭ চার ও ২ ছযের মারে ৭৭ রান করে ড্রেসিংরুমে ফিরলেও রেকর্ডগড়া সেঞ্চুরি ঠিকই তুলে নেন কোহলি। তিনি ১১৯ বলে ১০ চারের মারে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দিনটা তার জন্য আরো একটা কারণে বিশেষ ছিল। কালই ছিল কোহলির জন্মদিন। বার্থডে বয়ের সেঞ্চুরির সঙ্গে ইনিংসের শেষদিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও, সবমিলিয়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জাদেজা ১৫ বলে ৩ চার ও এক ছক্কায় করেন হার না মানা ২৯ রান। ১০ ওভার বল করে ৩০ রানে ১ উইকেট পেয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম খরচে বোলার কেশভ মহারাজ।
বিশাল লক্ষ তাড়ায় নেমে টুর্নামেন্টে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা ভারতীয় বোলারদের তোপে দিশেহারা হয়ে যায়। বিশেষ করে ডানহাতি অফ স্পিনার রবিন্দ্র জাদেজার তাণ্ডবে অসহায় দেখা যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের। ৪০ রানের মধ্যে প্রোটিয়ারা হারায় নিজেদের সেরা ৫ ব্যাটারকে। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে মাত্র ৫ রানেই ফিরিয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ১০ বল খেলে সিরাজের বলে বোল্ড হয়ে যান ডি কক। কুইন্টন ডি ককের দ্রুত বিদায়ে যেন মনোবল ভেঙে পড়ে প্রোটিয়াদের। অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ বলে করেন ১১ রান। ৩২ বলে ১৩ রান করে আউট হন রাসি ফন ডার ডুসেন। ৬ বলে ৯ রান করেন এইডেন মার্করাম। ১১ বল খেলে মাত্র ১ রান করে বিদায় নেন হেনরিক্স ক্লাসেন। ডেভিড মিলার ১১ বলে করেন ১১ রান। সর্বোচ্চ ১৪ রান আসে মার্কো জানসেনের ব্যাট থেকে। কেশভ মাহরাজ ৭, কাগিসো রাবাদা ৬ এবং লুঙ্গি এনগিদি শূন্য রানে আউট হওয়ার পরই একশ’র আগে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
ভারতের রবিন্দ্র জাদেজা ৩৩ রানে পান ৫টি উইকেট। মোহাম্মদ শামি এবং কুলদিপ যাদব যথাক্রমে ১৮ ও ৭ রানে নেন ২টি করে উইকেট।
বিশ্বকাপে এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করেছে ভারত। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে অলআউট করলেন ভারতীয় বোলাররা। ম্যাচসেরা হন বিরাট কোহলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত
টঙ্গীতে কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে -কৃষিবিদ শামীম
মহানগর কৃষকদলের উদ্যোগে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
সভাপতি মতিন, সা. সম্পাদক রফিকুল কার্যকরী সভাপতি লিয়াকত
মাগুরায় কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
গুঁড়ি গুঁড়ি শিশিরে আলু-বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক