ঢাকাকে হারিয়ে তিনে দুই চট্টগ্রামের
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরু থেকেই নিজেদের সামর্থের প্রমাণ দিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচে বর্তমান রানার্সআপ সিলেট স্টাইকার্সকে হারিয়ে এবারের বিপিএল শুরু করেছে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে ঠিকই জয়ের ধারায় ফিরেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের দু’টিতে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে ঢাকা। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের এক রানের জন্য হাফসেঞ্চুরির আক্ষেপের পরও ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম।
টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। এক পর্যায়ে মাত্র ৩৩ রানে দলের ৪ সেরা ব্যাটারকে হারায় তারা। তবে ইনিংসের শুরুতে কনকাশন সাব নিয়ে কিছুটা উত্তেজনা হয়। ইনিংসের প্রথম বলেই মাথায় আঘাত পেয়ে হয়ে মাঠ ছাড়েন ঢাকার শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। তার বদলে স্বাভাবিকভাবে ১৫ জনের স্কোয়াড থেকে কনকাশন সাব নেওয়ার সুযোগ ছিল দুর্দান্ত ঢাকার। কিন্তু স্কোয়াডের বাইরে থেকে আরেক লঙ্কান ব্যাটার লাসিথ ক্রসপুলেকে বদলি হিসেবে নামানো হয়।
জানা গেছে, গুনাথিলাকার বদলি হিসেবে ক্রসপুলেকে নেওয়ায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের কাছে আপত্তি জানিয়েছিল চট্টগ্রাম। তবে রকিবুল তাদের জানিয়েছেন যে, নিয়মের মধ্যেই সব অনুমোদন দিয়েছেন তারা। ব্যাটিংয়ে সেই ক্রসপুলেই ঢাকার দলীয় সংগ্রহকে একশো রানের উপরে নিতে সবচেয়ে বেশি অবদান রাখেন। চট্টগ্রামের বোলারদের বোলিং তাণ্ডবে যখন ঢাকার ব্যাটাররা পালাক্রমে আসা-যাওয়ার মিছিলে ছিলেন, তখন লাসিথ ক্রসপুলে খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের কার্যকরি এক ইনিংস। তার ৩১ বলের ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কার মার। এছাড়া উইকেটরক্ষক ইরফান শুক্কুর ২৬ বলে ২ বাউন্ডারির মারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭, তাসকিন আহমেদ ৯ বলে এক বাউন্ডারিতে ১৫ ও অ্যালেক্স রস ৯ বলে ২ চারের মারে ১১ রান করেন। এই চারজন ছাড়া ঢাকার বাকি ব্যাটারদের ব্যাক্তিগত সংগ্রহ এক অংকের ঘরেই ছিল। চট্টগ্রামের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ১৫ ও বিলাল খান ২৮ রানে পান দু’টি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শুরুতে বিপাকে পড়ে। তারা ২৮ রানের মধ্যে দুই সেরা ব্যাটারকে হারায়। তবে ওপেনার তানজিদ তামিম ও প্রতিভাবান ব্যাটার শাহাদাত হোসেন দ্রুতই দলের বিপর্যয় কাটিয়ে তোলেন। তানজিদ তামিম ৪০ বলে ৫ চার ও এক ছক্কার মারে ৪৯ রান করলেও তার হাফসেঞ্চুরির আক্ষেপ রয়ে যায়। শাহাদাত হোসেন ৩১ বলে দুই বাউন্ডারিতে ২২ এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ১৯ বলে ১ চার ও ৩ ছয়ের মারে ৩২ রানের অপরাজিত ইনিংস খেললে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম ৪০ রানে দুইটি এবং তাসকিন আহমেদ ও ওসমান কাদির যথাক্রমে ২৬ ও ১৬ রান খরচায় ১টি করে উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান চট্টগ্রামের তানজিদ হাসান তামিম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু