হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশসেরা ওপেনার ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর গত বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন তামিম। শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল নিজ বাসায় ফিরেছেন...