আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দুপুর ২টায়
১১ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোজার কথা মাথায় রেখে পেছানো হয়েছে ওয়ানডে শুরুর সময়, এগিয়েছে টি-টোয়েন্টি ম্যাচের সময়। আনুষ্ঠানিক বিবৃতিতে গতকাল আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ সকালে বাংলাদেশে আসবে আইরিশরা।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ম্যাচ। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে একই সময়ে। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। সবশেষে ৪ এপ্রিল একমাত্র টেস্ট হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ শুরুর সময় সকাল ১০টা।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলাগুলো শুরু হয়েছে দুপুর ১২টায়। টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে দুপুর ৩টা থেকে। আয়ারল্যান্ড সিরিজে সময় পরিবর্তনের কারণ জানতে চাওয়া হলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইফতারের কথা বিবেচনায় রাখার কথা, ‘রোজার জন্যই এবার সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টিগুলো ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে। আর তৃতীয় ওয়ানডেটা সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। এজন্য দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে যাতে ইনিংস বিরতিতে ইফতার করা যায়।’ চাঁদ দেখার ওপর নির্ভর করছে কত তারিখ থেকে শুরু হবে রোজা। আগামী ২৩ অথবা ২৪ তারিখ থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশে আসার আগে নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। ওয়ানডে দল থেকে জশ লিটল ও টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন কনর ওলফার্ট। তাদের বদলে দুই সংস্করণের দলেই এসেছেন ফিওন হ্যান্ড। পাশাপাশি টেস্ট দলেও নেওয়া হয়েছে হ্যান্ডকে।
আয়ারল্যান্ড ওয়ানডে দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, ফিওন হ্যান্ড, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, ব্যারি ম্যাককার্থি, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, মারি কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিটার মুর, হ্যারি টেক্টর, ফিওন হ্যান্ড, লর্কান টাকার, বেন হোয়াইট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী সরকার শুধু ফ্যাসিস্ট নয় তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী
স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: রফিকুল ইসলাম খান