গিলের সেঞ্চুরি ছাপিয়ে আলোচনায় কোহলির ফিফটি
১১ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম
চলমান শতাব্দীর শুরুর দিকে ভারতের পিচ বিখ্যাত ছিল রান বন্যার জন্য। তবে দেশটির সাদা পোশাকের অধিনায়কত্ব বিরাট কোহলির কাঁধে যাওয়ার পর থেকেই বদলে গিয়েছিল সে চিত্র। এই সময়টায় বেশিরভাগ টেস্টেরই ফলাফল এসেছে এবং তা ম্যাচ পঞ্চম দিনে গড়ানোর আগেই। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজেও প্রথম তিন টেস্টর ফলাফল এসেছে তিন দিনের মাঝেই! অথচ আহমেদাবাদ টেস্টে কিনা একদম উল্টো চিত্র। ম্যাচে বেশি প্রভাব ফেলতে পারছেন না স্পিনাররা। তিনদিন জুড়েই রাজত্ব করেছেন ব্যাটাররা। গতকাল ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান ছুঁয়েছেন শুভমান গিল। অন্যদিকে প্রায় ১৫ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবে ভারত সংগ্রহ করেছে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান।
গতকাল প্রথম ঘণ্টার পরই পিচে টার্ন পাওয়া শুরু করেছেন বোলাররা। পিচের অপ্রত্যাশিত আচরণটাও টের পেতে শুরু করেছেন ব্যাটসম্যানরা। এমন পিচেও তৃতীয় দিনটা খারাপ করেনি ভারতীয় ব্যাটসম্যানরা। লোকেশ রাহুলের পরিবর্তে সুযোগ পেয়ে ১২টি চার ও একটি ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেছেন গিল। এর আগে বাংলাদেশের মাটিতে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি পান এই ডান হাতি। তবে গিলের চেয়ে আলোচনায় বিরাট কোহলির অপরাজিত ৫৯ রান। সময়ের হিসেবে প্রায় ১৪ মাস পর টেস্টে ফিফটির দেখা পেলেন সাবেক অধিনায়ক। ৫টি চারে এই ইনিংস খেলার পথেই একটা মাইলফলক ছুঁয়েছেন কোহলি, ঘরের মাঠে পূর্ণ করেছেন ৪ হাজার টেস্ট রান। নাথান লায়নকে চার মেরে টেন্ডুলকার, দ্রাবিড়, গাভাস্কার ও শেবাগের পর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁলেন কোহলি।
গত আগস্টে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়েই বিলম্বিত খরা কাটিয়ে রানে ফিরেছেন কোহলি। এই সময়ে ওয়ানডেতে করেছেন তিনটি সেঞ্চুরি। কিন্তু সাদা পোশাকে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। অবশেষে টেস্টেও রানের দেখা পেলেন। ২০২২ সালে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের পর দেখা পেলেন ফিফটি। উইকেটে যে টেস্ট মেজাজে ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে আজ তিন অঙ্কটাও ছুঁয়ে ফেলতে পারেন।
আগের দিনের বিনা উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিং শুরু করা ভারত অধিনায়ক রোহিতকে হারায় ইনিংসের ২১তম ওভারে। দলের রান তখন ৭৪। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে গিলের লড়াই। দ্বিতীয় উইকেটে ১১৩ রানে জুটি গড়েন তারা। ৪২ রান করা পূজারাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারফি। এরপর কোহলির সঙ্গে গিলের জুটি বাঁধা। দিন শেষে কোহলি অপরাজিত থাকলেও গিলকে ফিরিয়ে দিনের শেষ উদযাপন করেছে অস্ট্রেলিয়া। কোহলির সঙ্গে ১৬ রান নিয়ে উইকেটে আছেন রবীন্দ্র জাদেজা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন