সেই আহমেদাবাদেই পাক-ভারত ম্যাচ!
১২ জুন ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
নিরাপত্তার কারণ দেখিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে আপত্তি জানিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৈরি করা খসড়া বিশ্বকাপ সূচিতে আহমেদাবাদেই রাখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। সূচিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রাখা হয়েছে কলকাতায়। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পুনেতে। খসড়া সূচিটি এরই মধ্যে আইসিসি হয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আজ দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় চ‚ড়ান্ত সূচি অনুমোদন পেতে পারে।
আহমেদাবাদ ভেন্যু নিয়ে পিসিবির আপত্তির সূলে ছিল দুটি বিষয়। ভারতের অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ ভারত আর কলকাতায় তুলনামূলক বেশি দর্শক সমর্থন আছে পাকিস্তানের, এই অঞ্চলে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে দলটি। তবে এবার আহমেদাবাদ নিয়ে আপত্তির বড় কারণ ছিল এশিয়া কাপ। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলার পর পিসিবি হাইব্রিড মডেলের প্রস্তাব করেছিল। প্রস্তাব অনুসারে ভারত ছাড়া অন্য দলগুলো অন্তত একটি করে ম্যাচ খেলবে পাকিস্তানের মাটিতে। এরপর নিরপেক্ষ একটি ভেন্যুতে ভারতসহ সব দল মিলিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স¤প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।
তখন পিসিবির পক্ষ থেকে আইসিসিকে বলা হয়, বিসিসিআই হাইব্রিড মডেলের এশিয়া কাপ না মানলে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাওয়ার নিশ্চয়তা নেই। আর বিশ্বকাপ খেলতে গেলেও আহমেদাবাদে ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে রাখে পিসিবি। শেষ পর্যন্ত পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে দর-কষাকষিতে একটি সমাধান এসেছে। পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিনিময়ে বিশ্বকাপ অংশগ্রহণ ও আহমেদাবাদে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
ক্রিকেটবিষয়ক নিউজ পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর সময় ধরে বিশ্বকাপের সূচি তৈরি করেছে বিসিসিআই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদে। সর্বশেষ আসরের মতো এবারও বিশ্বকাপে খেলবে ১০টি দল। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
খসড়া সূচিতে বাংলাদেশ-ভারত ম্যাচ রাখা হয়েছে ১৯ অক্টোবর মহারাষ্ট্রের পুনেতে। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে। খসড়া সূচিতে প্রয়োজন সাপেক্ষে সংশোধন এনে এ সপ্তাহেই চ‚ড়ান্ত সূচি ঘোষণা হওয়ার কথা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'