এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০ জুন ২০২৩, ০৪:১৪ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ০৪:১৪ পিএম
নারীদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। হংকংয়ে মঙ্গলবার টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় বাংলাদেশের নারীরা। মঙ্গলবার দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। টানা ৮ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এদিন রিজার্ভ ডেতে শেষ চারের লড়াইয়েও ব্যতিক্রম হয়নি। প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা।
৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানকে তারা আটকে দেয় ৪ উইকেটে ৫৩ রানে। বাংলাদেশের জয়ের কারিগর নাহিদা ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে করেন ২১ রান। পরে বাঁহাতি স্পিনে ৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই তারা হারায় ৩ উইকেট। প্রথম বলে ফাতিমা সানাকে চার মেরে ম্যাচ শুরু করেন সাথি রানি। কিন্তু পরের বলেই বোল্ড বাংলাদেশ ওপেনার। চতুর্থ বলে ফাতিমাকে ফিরতি ক্যাচ দেন সোবহানা মোস্তারি। পঞ্চম বলে পাকিস্তান পেসারের চমৎকার ইয়র্কারে বোল্ড লতা মন্ডল।
মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার ও দিলারা আক্তারও দ্রুত ফিরে যান ড্রেসিং রুমে। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের কারো নামের পাশে নেই ৫ রানও। ব্যাটিং বিপর্যয়ে চরম চাপে পড়া দলকে টানেন নাহিদা। তাকে সঙ্গ দেন রাবেয়া। তাদের ৩৭ রানের জুটিতে পঞ্চাশ পার করে বাংলাদেশ, যেখানে অগ্রণী ছিলেন নাহিদা। ২০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন রাবেয়া। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের রান আরেকটু বাড়ান সুলতানা খাতুন।
বোলিংয়ে আঁটসাঁট শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে স্রেফ ২ রান দেন পেসার মারুফা আক্তার। কিন্তু পরের ওভারে সানজিদা আক্তারের ওপর ঝড় বইয়ে দেন আইমান ফাতিমা। ১ ছক্কা ও ২ চারে নেন ১৪ রান। ১ ছক্কা ও ২ চারে ১৮ রান করা আইমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া। নাহিদার শিকার আরেক ওপেনার শাওয়াল জুলফিকার।
শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে সানজিদার হাতে বল তুলে দেন লতা। নিজের প্রথম ওভারে অকাতরে রান দেওয়া এই স্পিনার এবার করেন চমৎকার বোলিং। জয়ের উল্লাসে ভাসান পুরো দলকে। ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে