কমির চমক ছাপিয়ে হৃদয় রাঙানো জয়
১৪ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
১৫৫- বর্তমান ক্রিকেটে টি-টোয়েন্টির হিসেবে লক্ষ্যটা খুব একটা আহামরী কিছু নয়। তবে সেই রানই পাহাড়সম হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের সামনে। প্রথম ছয় ওভারের মধ্যে সাজঘরে ফিরলেন দুই ওপেনার রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্ত। থিতু হয়েও বাজে শটে উইকেট বিলিয়ে দেন লিটন দাস। তাদের বিদায় করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় আফগানিস্তান।
সেখান থেকে সাকিব আল হাসানের পথ দেখানো ক্যামিওর পর তাওহীদ হৃদয় ও শামীম হোসেন দিয়েছিলেন স্বপ্নের ভিত। তবে শামীমের বিদায়ে সেখানেও লাগে ধাক্কা। টাপাটপ উইকেট হারিয়ে ম্যাচ হারতে বসা বাংলাদেশকে চার মেরে রোমাঞ্চকর এক জয় এনে দেন পেসার শরিফুল ইসলাম। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তোলে আফগানিস্তান। জবাবে দুই উইকেট আর এক বল আগে জয়ের বন্দরে পের্ঁৗছে সাকিবের দল। ২ উইকেটের এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামীকাল একই ভেন্যুতে হবে সফরের শেষ ম্যাচটি।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম বলেই বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। হাতের মুঠোয় এলো সমীকরণ। এরপর হঠাৎই নাটকীয়তা। পরপর তিন বলে ড্রেসিং রুমের পথ ধরলেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হ্যাটট্রিক করলেন করিম জানাত! ২ উইকেট হাতে নিয়ে শেষ দুই বলে ২ রানের সমীকরণের সামনে পড়ে বাংলাদেশ। করিমের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট শটে চার মেরে ম্যাচ শেষ করেন শরিফুল।
এর আগে শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাপিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান হৃদয়-শামীম। একাদশ ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর ¯্রফে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দুই তরুণ ব্যাটসম্যান। শামীম ২৫ বলে ৩৩ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত থেকে যান হৃদয়। সাত ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে ৪৭ রান করেন তিনি। ৩২ বলের ইনিংসে ৩ চারের সঙ্গে মারেন দুইটি ছক্কা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে এদিনও ক্ষুদ্র সংস্করণে বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা প্রকাশ পেয়েছে মোটা দাগে। প্রথম ওভারেই ওপেনার রনিকে বোল্ড করেন পেসার ফজলহক ফারুকি। ষষ্ঠ ওভারে স্পিনার মুজিব উর রহমানের ডেলিভারিতে স্টাম্প হারান শান্ত। দুর্ভাগ্য বলতে হবে তার! অনসাইডে খেলতে চাওয়া শান্তর পেছনের হাতে লেগে বল ভেঙে দেয় স্টাম্প। রনি ৫ বলে করেন ৪ চার। শান্ত আউট হন ১২ বলে ১৪ রানে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ২ উইকেটে ৩৭ রান।
এর আগে ৮৭ রানে ৫ উইকেট পড়ে গেলে ষষ্ঠ উইকেট জুটিতে পাল্টা আক্রমণ চালায় আফগানরা। থিতু হয়ে যাওয়া মোহাম্মদ নবি হাত খোলেন। অন্যপ্রান্তে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন আজমতউল্লাহ ওমরজাই। আগ্রাসী কায়দায় মাত্র ৩১ বলে ৫৬ রান স্কোরবোর্ডে যোগ করেন দুজন। পাঁচে নামা নবি ফিফটি করে অপরাজিত থাকেন ৪০ বলে ৫৪ রানে। তার ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কা। ১৮ বলে ৪ ছক্কায় ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ওমরজাই।
বাংলাদেশের ছয় বোলারের- অধিনায়ক সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মিরাজ ও শরিফুল- সবাই উইকেটের দেখা পান। সবচেয়ে সফল সাকিব বাঁহাতি স্পিনে ২ উইকেট শিকার করেন ২৭ রানে। ইনিংসের ১৬ ওভার শেষে রশিদ খানের নেতৃত্বাধীন দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০১ রান। এরপর শেষ চার ওভারে লাগামছাড়া হয়ে পড়ে বাংলাদেশের বোলিং। বাকি ২৪ বলে সফরকারীরা তোলে ৫৩ রান। তাসকিন ও সাকিব নিজেদের ওভারে ১৪ রান করে দেন। মুস্তাফিজ তার দুই ওভারে খরচ করেন যথাক্রমে ১৪ ও ১১ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা