ওয়ানডেতে জ্যোতির ফেভারিট বাংলাদেশ
১৫ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় মাচে সুযোগ পেয়েও তালগোল পাকিয়ে নিজেদের ভুলে হার, আর শেষ ম্যাচে সেই ভুল শুধরে পাওয়া জয়ে বেশ তৃপ্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ যে ভারত! ক্ষুদ্র সংস্করণে প্রতিবেশী দেশটির বিপক্ষে অতীত রেকর্ড যে ভালো না। তাইতো মিরপুরে টি-টোয়েন্টিতে পাওয়া সেই ছন্দ ধরে রেখে এবার ওয়ানডে সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা নিগার সুলতানা জ্যোতির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তার আগে ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে বার্তা দিয়ে দৃপ্ত কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি।’
পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটিই শেষ হয়েছে বাংলাদেশের পরাজয়ে। গত বছর বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখলেও, নিগার সুলতানার দল গুটিয়ে যায় ১১৯ রানে। এর আগের চার ম্যাচেও জয়ের তেমন সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়কের কাছে, সেসব এখন অতীত। বরং সাম্প্রতিক সময়ে থেকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাওয়া ৪ উইকেটের জয়ে ওয়ানডেতেও ভালো করার আত্মবিশ্বাস খুঁজে নিয়েছে নিগার সুলতানার দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তো নিজেদের এগিয়ে রাখার ঘোষণাও দিলেন স্বাগতিক অধিনায়ক। এমন ভাবনার পেছনেও কারণটাও পরিষ্কার করলেন তিনি, ‘অবশ্যই (ওয়ানডে সিরিজে) বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ (টি-টোয়েন্টি সিরিজের) শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখব। আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখব এই সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
দুই দলের আগের পাঁচ ওয়ানডের প্রথম তিনটি ২০১৩ সালে। পরের ম্যাচের জন্য অপেক্ষা ২০১৭ সাল পর্যন্ত। সেবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় তারা। ফের পাঁচ বছর বিরতি দিয়ে গত বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ। অনেক দিন পরপর এসব ম্যাচ হওয়ায় অতীত রেকর্ড নিয়ে ভাবতে চান না নিগার সুলতানা, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা