অপেক্ষা ফুরিয়ে আফ্রিদির সেঞ্চুরি
১৬ জুলাই ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
হাতে চুমু খেয়ে দুই হাত প্রসারিত করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। তবে এবারের এই উদযাপনের অন্য একটা অর্থ আছে, আছে প্রশান্তি আর স্বস্তিও। শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ১০০তম উইকেটের মাইলফলক যে ছুঁয়েছেন পাকিস্তানের তারকা পেসার। যে কীর্তি তিনি গড়তে পারতেন ১ বছর আগেই, এই শ্রীলঙ্কাতে তাদের বিপক্ষেই। কিন্তু চোটের কারণে সেই সুযোগ আর পাননি তিনি। তবে এক বছর পর সেই শ্রীলঙ্কাতেই তাদের বিপক্ষে নতুন বলে উইকেট পাওয়াটা কিছুটা হলেও আক্ষেপ কমাতে পারে আফ্রিদির।
নতুন বলের প্রসঙ্গটা আসছে। কারণ, এক বছর আগেও নতুন বলেই ১০০তম উইকেট নিতে চেয়েছিলেন আফ্রিদি। এই ম্যাচের আগে পিসিবির ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পেসার বলেছিলেন, ‘মাত্র ১ উইকেট দূরে ছিলাম, আর নতুন বলটাও নেওয়ার সময় হয়ে আসছিল। নতুন বল কাজে লাগিয়ে আমি মাইলফলকটা ছুঁতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমি চোটে পড়ি।’ টেস্ট ক্রিকেটে ফেরা আফ্রিদি অন্য দুই সংস্করণে অনেক আগেই ফিরেছেন। শ্রীলঙ্কায় পাওয়া হাঁটুর চোট কাটিয়ে আফ্রিদি খেলেছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে বিশ্বকাপ ফাইনালে আবারও চোট পান এই পেসার। সে কারণেই টেস্টে ফেরা এতটা দীর্ঘায়িত হয়েছে আফ্রিদির।
টেস্টে ১০০ উইকেট পাওয়া হয়তো অনেক বড় কোনো অর্জন নয়, তবে বড় অর্জনের পথে প্রথম ধাপ বলাই যায়। এই প্রাথমিক ধাপটা পার হতেই অনেক কাঠখোর পোড়াতে হলো আফ্রিদিকে। ক্যারিয়ারের ২৬ তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ফাস্ট বোলার। পাকিস্তানের হয়ে আফ্রিদির আগে টেস্টে কমপক্ষে ১০০ উইকেট নিয়েছেন আরও ১৭ জন। পাকিস্তানের হয়ে ১০০ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় আফ্রিদি অষ্টম দ্রুততম। পাকিস্তান কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরামের চেয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন এই বাঁহাতি। টেস্টে ইমরান খানের ১০০ উইকেট নিতে লেগেছিল ২৬ টেস্ট আর ওয়াসিম আকরামের ৩০ টেস্ট। পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ, তার লেগেছিল ১৭ টেস্ট।
আফ্রিদির ফেরার টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিতে বারবার বিঘিœত ম্যাচে গোটা দিয়ে সাকুল্যে হয়েছে ৬৫.৪ ওভার খেলা। দিনশেষে ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২৪২ রান। শুরুর ধাক্কা কাটিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৬৪) ফিফটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তার বিদায়ের পর সেই ধারা এগিয়ে নিয়ে সেঞ্চুরি থেকে ৬ পিছিয়ে ৯৪ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গ দেওয়া সাদিরা সামারাবিক্রমা খেলছেন ২৫ রানে। মাইলফলক ছুঁয়ে আরো দুবার প্রতিপক্ষের হন্তারক হওয়া আফ্রিদির ঝুলিতে দিনশেষে ৩ উইকেট। একটি করে শিকার নাসিম শাহ, আবরার আহমেদ ও আগা সালমানের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়ে অনুতপ্ত বরুণ ধাওয়ান
শেরপুরে জেল পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুসলিম জাগরণের অগ্রপথিক মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ আজ জন্মদিন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার