বাংলাদেশের উন্নতি দেখানোর চ্যালেঞ্জ সাকিবের
১৩ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সাকিব আল হাসানই ছিলেন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য নাম। অবশেষে ১১ আগস্ট নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের প্রতিক্রিয়া জানান নাজমুল, যদিও সাকিবের কোনো প্রতিক্রিয়া সেখানে ছিল না। অবশেষে পাওয়া গেল ‘নতুন’ অধিনায়কের ভাষ্য। এখন গত চার বছরে বাংলাদেশ কতটা ভালো দল হয়ে উঠেছে, সেটি বিশ্বকাপে দেখানোর ভালো একটা সুযোগ আছে বলে মনে করেন দেশসেরা অলরাউন্ডার। অধিনায়কত্ব তার জন্য নতুন কিছু নয় জানালেও দল হিসেবে সামনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
সাকিব আপাতত ব্যস্ত শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে। গল টাইটানসের হয়ে শ্রীলঙ্কার এ টি-টোয়েন্টি লিগ খেলছেন বাংলাদেশ অধিনায়ক, সে দলে যোগ দিয়েছেন সাকিবের সঙ্গে সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম আসা লিটন দাসও। যদিও জাফনা কিংসের বিপক্ষে গতকালের ম্যাচে লিটন খেলেননি। ব্যাটিংয়ে ভালো না করলেও বল হাতে পুষিয়ে দেমন সাকিব। ৪ ওভারে ১৩ রান দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেট নিয়ে রাখেন দলের জয়ে অবদান। এসময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। ম্যাচ নিয়ে কথা বলার সময় আসে অধিনায়কত্বের প্রসঙ্গও। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বলেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।’
২০১৯ সালের বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ উজ্জ্বল ছিলেন সাকিব। যদিও আশা জুগিয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ ১০ দলের বিশ্বকাপ শেষ করেছিল ৮ নম্বরে থেকে। তবে এবার অধিনায়কত্ব পাওয়ার পর তার লক্ষ্য নিয়ে বলতে গিয়ে সাকিব বললেন গত চার বছরে উন্নতির কথাই, ‘তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
ওয়ানডে বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা। সর্বশেষ বিশ্বকাপ সুপার লিগেও বাংলাদেশ ছিল ৩ নম্বরে। তবে বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কত্বে বদল যেকোনো দলকেই একটু নড়বড়ে করে দিতে পারে। অবশ্য আগে থেকেই দুই সংস্করণে অধিনায়ক বলে সাকিবের অধীনে বাংলাদেশকে খুব একটা এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে না- সেটিও প্রত্যাশিত। সাকিবও দল হিসেবে ভালো করার কথাই বলেছেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’
এরই মধ্যে এশিয়া কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন সাকিব। গত ৩০ জুলাই শুরু হয় ৫ দলের এলপিএল, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব থাকবেন না। সাকিবের সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে যোগ দেবেন এলপিএল শেষ করে এসে। ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। আর কিছু দিনের বিরতি দিয়ে আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’