অবসর ভেঙে বিশ্বকাপের প্রাথমিক দলে স্টোকস

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৩, ০৫:৪৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম

ছবি: আইসিসি ওয়েবসাইট

কোচ-অধিনায়কের ডাকে সাড়া দিলেন বেন স্টোকস। তাদের চাওয়া মতো আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরলেন ইংল্যান্ডের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের নায়ক। আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন এই অলরাউন্ডার। এই দলটিই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল।

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত বছরের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান স্টোকস। একসঙ্গে তিন সংস্করণেই সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়া সম্ভব না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করে দলে ফেরায় আসছে বিশ্বকাপে তার খেলার জোর সম্ভাবনা তৈরি হলো।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে স্টোকস ফিরলেও কোচ-অধিনায়কের চাওয়া মতো বিশ্বকাপের আগে ফেরা হলো না জফরা আর্চারের। গত আইপিএলে পাওয়া কনুইয়ের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফেরা হলো না গত বিশ্বকাপে ইংল্যান্ডের সফলতম বোলারের। ভারতে ‘রিজার্ভ’ হিসেবে নিয়ে যাওয়া হবে এ ফাস্ট বোলারকে।

ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারের পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়েছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ ফাস্ট বোলার।

টি-টোয়েন্টি দলেও আছেন অ্যাটকিনসন। এ সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জশ টাং ও জন টার্নারকেও ডাকা হয়েছে। এরই মধ্যে টেস্ট অভিষেক হয়েছে টাংয়ের। টার্নার ইংল্যান্ডের কোনো দলে ডাক পেলেন প্রথমবার। ওয়ানডে দলে জায়গা পাননি উঠতি তারকা হ্যারি ব্রুক। বিশ্বকাপ দলে জায়গা পেতে আপাতত টি-টোয়েন্টি দলে পারফর্ম করাই লক্ষ্য হতে পারে তার।

ইংল্যান্ডের সাদা বলের বোলিং কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার অনেক দিন ধরেই স্টোকসের মন পরিবর্তনের চেষ্টা করে আসছিলেন। অবশেষে তাদের সেই প্রচেষ্টা সফল হলো।

দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরা সম্বন্ধে বলেছেন, “বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।”

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। সবশেষ ওয়ানডে খেলেছেন এক বছরের বেশি সময় আগে; গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩৮.৯৮ গড়ে রান করেছেন ২ হাজার ৯২৪; তিন সেঞ্চুরি আর ৯৫ স্ট্রাইক রেটে। বল হাতে উইকেট নিয়েছেন ৭৪টি, দারুণ একজন ফিল্ডারও তিনি।

স্টোকস ও জস বাটলারের নৈপুণ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। লর্ডসের রোমাঞ্চকর ফাইনালে নিউ জিল্যান্ডের ২৪১ রান তাড়ায় পঞ্চম উইকেটে তারা গড়েন ১১০ রানের জুটি। ৫৯ রানের ইনিংসে খেলে বাটলার ফিরে গেলেও স্টোকসের অপরাজিত ৮৪ রানের সুবাদে মূল ম্যাচ টাই করে ইংল্যান্ড। পরে সুপার ওভারের খেলাও অবিশ্বাস্যভাবে টাই হলে বাউন্ডারি সংখ্যায় এগিয়ে জয়ের উল্লাসে ভাসে ইংলিশরা। ফাইনাল সেরা হন স্টোকস।

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে, চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। আগামী ৩০ অগাস্ট শুরু হবে এই সিরিজ। চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর ।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইল, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জশ টং, জন টার্নার, লুক উড।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
আরও

আরও পড়ুন

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম

মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার

নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার

রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার

প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়

প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়

ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’

ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার  বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না

রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না

বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির

বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির