‘স্ত্রী ভাগ্য’ রউফের ক্যারিয়ার সেরা
২৩ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
ব্যাটিং ব্যর্থতায় দল বড় ব্যবধানে হারলেও বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন মুজিব উর রহমান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার চমৎকার বোলিংয়ের ছাপ পড়েছে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের এই স্পিনার। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ গতকাল প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের মধ্যে তিন নম্বরে আছেন মুজিব। তার সেরা অবস্থান দ্বিতীয়, ২০২১ সালের জানুয়ারিতে উঠেছিলেন। গতপরশু রাতে হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মুজিব। র্যাঙ্কিংয়ে এই অফ স্পিনারের উন্নতিতে ম্যাচে ২ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়ে এখন চারে রাশিদ খান। শীর্ষ দুই স্থানে আগের মতোই আছেন দুই অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড ও মিচেল স্টার্ক।
স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২০১ রানে গুটিয়ে দিয়ে জয়ের দারুণ এক সম্ভাবনা জাগায় আফগানিস্তান। কিন্তু রান তাড়ায় নেমে তাদের সেই আশা উবে যায় মুহ‚র্তেই। গতি ও সুইংয়ের অসাধারণ এক স্পেলে আফগানদের ব্যাটিং ৫৯ রানে গুঁড়িয়ে দেন হারিস রউফ। ১৪২ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রউফ। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়েও। পাকিস্তানি পেসার ৭ ধাপ এগিয়ে এখন আছেন ৩৬ নম্বরে। তার আগের সেরা অবস্থান ছিল ৪২তম।
গত জুলাইয়ে বিয়ের কাজটা সম্পন্ন করেছেন। বিয়ের পর প্রথম ম্যাচে নেমেই ক্যারিয়ার সেরা বোলিং! পেয়েছেন প্রথম বলে উইকেটও। এটি শুধু ওয়ানডে নয়, তার আন্তর্জাতিক ক্যারিয়ারেরই সেরা বোলিং। অনুমতিভাবে ম্যাচসেরার পুরস্কারটাও হারিস রউফের হাতেই উঠেছে। ম্যাচ শেষে এক টক শো’তে কীভাবে সফল হলেন, এ প্রশ্নে হারিস রউফ বলেছেন, ‘এরা (আফ্রিদি ও নাসিম) নতুন যেভাবে বোলিং করেছে, তা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এরা শুরুতেই যদি উইকেট এনে দিতে পারে, তাহলে আমার চেষ্টাটা থাকে ভালো শুরু ধরে রাখার। পরিকল্পনা ছিল হার্ড লেংথে বোলিং করব।’ বিয়ের পর প্রথম ম্যাচেই সাফল্য নিয়ে বলতে গিয়ে হারিস রউফ বলেছেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’ ম্যাচসেরার পুরস্কার কাকে উৎসর্গ করতে চান, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে হারিস রউফ একটু বিপদেই পড়েন। পরিবারকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেও বাকি তিন সতীর্থ বিশেষভাবে তার স্ত্রীর নামটাই শুনতে চাইছিলেন। তবে হারিস রউফ তার মায়ের অবদানের কথা মনে করে মায়ের প্রতিই ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন।
ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ অগ্রগতি হয়েছে পাকিস্তান ওপেনার ইমাম-উল-হাকের। ওই ম্যাচে একমাত্র ফিফটি করে তৃতীয় স্থানে আছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চ‚ড়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম, যিনি আফগানদের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই এক নম্বরে সাকিব আল হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক