পুরনো বন্ধুরাই আসছেন শত্রু হয়ে!
২৩ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
বিশ্বকাপের আগে-পরে দুই দফায় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর বিশ্বকাপ ফাইনালের চার দিন পর সিলেটে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই দুটি সফরে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড থাকবেন না। তার জায়গায় দায়িত্ব সামলাবেন লুক রনকি। শুধু রনকিই নন, বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে আরও সংযোজন আছে। ওয়ানডে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। আর টেস্ট সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে আসবেন সাবেক পাকিস্তান স্পিনার সাকলায়েন মুশতাক।
ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে–পরে মিলিয়ে চার মাস ব্যস্ত স‚চি নিউজিল্যান্ডের সামনে। বিশ্বকাপ ও দুই দফায় বাংলাদেশ সফরের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে টম ল্যাথাম-টিম সাউদিদের। তিনটি দেশে চারটি সফরে তিন সংস্করণেরই সিরিজ থাকায় কোচিং স্টাফের ওপর চাপ পড়ে- এমন বিবেচনায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রতিটি সফরের জন্য ভিন্ন কোচিং সেটআপ তৈরি করেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ-এর খবরে বলা হয়, বিশ্বকাপের আগে প্রধান কোচ স্টিডকে বিশ্রাম দিয়েছে এনজেডসি। আবার পরবর্তী মৌসুমের ব্যস্ত স‚চির প্রস্তুতির জন্য বিশ্বকাপের পরেও কিছুদিন জাতীয় দলের সফরে অনুপস্থিত থাকবেন। বিশ্বকাপের আগে-পরের এ দুটি সময়েই ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকবেন রনকি।
৪২ বছর বয়সী রনকি আগে থেকেই নিউজিল্যান্ডের কোচিং স্টাফে আছেন। বাংলাদেশ সফরে আসবেন বলে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের ওই সিরিজে গ্যারি স্টিডের সঙ্গে কাজ করবেন শেন জার্গেনসন, ইয়ান বেল, জেমস ফস্টার ও স্টিভেন ফ্লেমিং। এরপর জার্গেনসন ও বেলকে নিয়ে বাংলাদেশে ওয়ানডে সফরে আসবেন রনকি। বিশ্বকাপের পর টেস্ট সিরিজের জন্য রনকির সঙ্গে আসবেন সাকলায়েন। বাংলাদেশের পুরনো বন্ধু সাকলায়েন, জার্গেনসনরা এবার আছেন ‘শত্রæ’ হয়েই! সফরে সাকলায়েনকে যুক্ত করা নিয়ে গ্যারি স্টিড বলেন, ‘আমাদের ছেলেদের সঙ্গে সাকলায়েনের কাজের অভিজ্ঞতা আছে। স্পিন বোলিংয়ে বিশেষ কিছু যোগ করার মতো জানাশোনা আছে। খেলোয়াড় এবং টেস্ট ক্রিকেটার হিসেবেও সে দুর্দান্ত ছিল। আমরা নিশ্চিত, বাংলাদেশ সফরে স্পিনে সে বিশেষজ্ঞ-জ্ঞান যুক্ত করবে। যে দিকটাতে আমরা সব সময় মনোযোগ দিই না।’
পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাকলায়েন গত এপ্রিলে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। এর আগে ২০১২ ও ২০১৩ সালে বাংলাদেশ দলের সঙ্গেও স্পিন বোলিং কোচ এবং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। বাংলাদেশ দলের সাবেক কোচ ও নিউজিল্যান্ডের বোলিং কোচ জার্গেনসন অবশ্য টেস্ট সফরে আসবেন না। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ওয়েলিংটনের প্রধান কোচের দায়িত্ব নেবেন তিনি। তার জায়গায় কে আসবেন এখনো জানানো হয়নি।
আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সেদিনই হবে এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে তাহলে স্বাগতিকদের আগেই এই দেশে চলে আসবে কিউইরা। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিবারাত্রির সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এরপর বিশ্বকাপ খেলতে দুই দলই চলে যাবে ভারতে। যা শেষ হবে ১৯ নভেম্বর। এর এক দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এর আগে ২০১৩ সালের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বø্যাকক্যাপদের হোয়াইটওয়াশ করেছিল মুশফিকুর রহিমের দল। এবার সাকিব আল হাসানের চ্যালেঞ্জ সেই সাফল্য ধরে রাখা।
ভারতের ওয়ানডে বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের টেস্ট দল বাংলাদেশে আসবে আগামী ২১ নভেম্বর। দুই টেস্টের সিরিজের ভেন্যুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে ক্রিকেট বোর্ডের একটি স‚ত্র জানিয়েছে প্রথম টেস্টটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ও দ্বিতীয় টেস্ট মিরপুরে। সিলেটে সর্বশেষ টেস্ট হয়েছে ২০১৮ সালে। ২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট ম্যাচের আগে একই ভেন্যুতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। প্রস্তুতি ম্যাচটি হবে ২৩ ও ২৪ নভেম্বর। ৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক