গুরবাজের শতকে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান
২৪ আগস্ট ২০২৩, ০৭:৫২ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। তাদের ওপেনিং জুটি থেকেই এসেছে দুইশর বেশি রান। সেঞ্চুরি করেছেন ওপনার রহমানউল্লাহ গুরবাজ।
শ্রীলঙ্কার হাম্বানতোতায় মাহেন্দ্র রাজাপাক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে ৩০১ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। ওপেনিং জুটি থেকে আসে ২৪৪ বলে ২২৭ রান। পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সর্বোচ্চ ২০১৭ সালে অ্যাডিলেইডে হেড-ওয়ার্নার জুটি করেছিলেন ২৮৪ রান।
১৫১ বলে ১৫১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন গুরবাজ। ইনিংসটি সাজান ১৪টি চার ও ৩ ছক্কায়। আরেক ওপেনার ইব্রাহিম জদরান ১০১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় করেন ৮০ রান।
নাসিম শাহয়ের গতি, শাহিন শাহ আফ্রিদির সুইং কিংবা হারিস রউফের লাইন লেন্থ- কোনো কিছুই টলাতে পারছিল না আফগানিস্তানের ওপেনিং জুটিকে। গুরবাজ যখন ৪২ রানে, রউফের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে হয়তো ফল ভিন্ন হতে পারত। কিন্তু একটি রিভিউ বাকি থাকায় রিস্ক নেননি বাবর। ৭২ বলে ফিফটি করা গুরবাজ শতক পূর্ণ করেন ১২২ বলে। আফ্রিদির বল ডিপ থার্ড ম্যানে পাঠিয়ে শতক পূর্ণ করেন তিনি। ২৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম শতক।
ইব্রাহিমের রান যখন ৬, হারিসের বলে কট বিহাইন্ডের আবেদন করে পাকিস্তান। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন বাবর। কিন্তু সফল হননি। ৭১ বলে ফিফটি করেন ইব্রাহিম।
২১.৫ ওভারে আসে দলীয় শতরান। দলীয় ৩০.১ ওভারে দেড়শ স্পর্শ করে আফগানরা। আর ২০০ পূর্ণ হয় ২২২ বলে।
ওসামা মিরের বলে লং অফে ক্যাচ দিয়ে ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন ওসামা মির। গুরবাজকে উইকেটের পিছনে ক্যাচ বানান আফ্রিদি। উইকেট থাকার পরও শেষ দিকে সেভাবে ঝড় তুলতে পারেননি মোহাম্মাদ নবি-রশিদ খানরা।
১০ ওভারের ৫৮ রানে ২ উইকেট নেন আফ্রিদি। গত ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নেওয়া হারিস রউফ ৭ ওভারে ৪৮ রানে দিয়েও এবার উইকেট পাননি।
দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আফগানিস্তান। রহমত শাহ ও প্রথম ম্যাচে সাইড স্ট্রেইন চোটে ব্যাটিং থেকে রিটায়ার্ড হার্টে যাওয়া আজমতউল্লাহ ওমরজাইয়ের বদলে দলে জায়গা পেয়েছেন রিয়াজ হাসান ও শহিদুল্লাহ কামাল। একই দল নিয়ে খেলছে পাকিস্তান।
দুই দিন আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একই মাঠে আফগানদের ৫৯ রানে গুটিয়ে ১৪২ রানে ম্যাচ জিতেছিল বাবর আজমের দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক