এশিয়া কাপে লিটনের বদলি এনামুল
৩০ আগস্ট ২০২৩, ১১:০২ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১১:০২ এএম
ভাইরাস জ্বর থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাস। তার জায়গায় শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন আরেক ওপনার এনামুল হক।
বুধবার সকালে এক বিবৃতিতে লিটনের ছিটকে যাওয়া ও এনামুলের অন্তর্ভূক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন ধরে জ্বরে ভুগছেন লিটন। তার সব ধরনের পরীক্ষার ফল নেগেটিভ হলেও জ্বর কমেনি। তার জন্য অপেক্ষা ছিল বিসিবির। কিন্তু শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলতে পারছেন না ২৮ বছর বয়সী এই কিপার-ব্যাটার।
এনামুলের দলে নেওয়ার বিষয়টি অবশ্য বেশ চমক জাগানিয়া। এশিয়া কাপ ও বিশ্বকাপের ৩২ জনের প্রাথমিক দলে ছিলেন না তিনি। মূল স্কোয়াড ঘোষণার পর স্ট্যান্ড বাই তালিকায়ও ছিলেন না। এমনকি জরুরি প্রয়োজনে বিশ্বকাপের বিকল্প প্রস্তুত রাখার জন্য যে কজনের আলাদা অনুশীলন চলছে, সেখানেও ছিলেন না এনামুল। সেই এনামুলই পেলেন দলে সুযোগ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই কিপার-ব্যাটসম্যানের।
গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর জাতীয় দলে জায়গা হারান এনামুল। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ৩টি করে সেঞ্চুরি-ফিফটিতে ৮৩৪ রান করলেও ফেরা হয়নি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবারই বলা হয়, বিবেচনায় আছেন তিনি। এশিয়া কাপের দলে তার সুযোগ পাওয়ার পক্ষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তি দেখিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
“ঘরোয়া ক্রিকেটে রানেই রয়েছে এনামুল। বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তাকে নজরেই রেখেছি৷ সে সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। এখন লিটন না থাকায় আমাদের একজন টপ-অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন ছিল, যে উইকেট কিপিংও করতে পারে৷ তাই এনামুল সুযোগ পেয়েছে।”
কিপিং করতে পারা টপ-অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান ছিলেন ৩২ জনের ক্যাম্পে। এমনকি এশিয়া কাপের দল ঘোষণার পর বিকল্প প্রস্তুত রাখার অনুশীলনেও ছিলেন জাকির। তবে বাহাঁতি হওয়ায় তাকে বিবেচনায় আনেননি নির্বাচকরা।
“জাকিরও কিপার-ব্যাটসম্যান। তবে অন্য দুই ওপেনার বাঁহাতি হওয়ায় ডানহাতি একজনকে নেওয়া হয়েছে। জাকির এশিয়ান গেমসে যাবে।”
এশিয়া কাপের দলে অন্য দুজন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ