বোলারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রতিরোধ
৩১ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রানের পুঁজি নিয়েও বল হাতে শুরুটা ভালোই করে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। ব্যাট করছেন সাদিরা সামারাবিক্রমা (৪৪ বলে ৪২*) ও চারিথ আসালাঙ্কা (৩৩ বলে ১৯*)। দুজনে গুড়েছেন ৫৮ বলে ৪৫ রানের জুটি।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুর্দান্ত ডেলিভারিতে দিমুথ করুনারত্নেকে বোল্ড করে দেন তাসকিন। পরের ওভারে আরেক ওপনার পাথুন নিশানকাকে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের দারুণ ক্যাচ বানান শরিফুল। ১৫ রানে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে কুসল মেন্ডিসকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন সাকিব।
ব্যাট হাতে শুরুটা একদম ছিল না বাংলাদেশের। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই লড়েন নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই লড়ছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডাউনে নেমে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়ে করেন ৮৯ রান।
আর কোনো ব্যাটার ২০ পার করতে পারেননি। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন সাতজন। চতুর্থ উইকেট জুটি থেকে এসেছে সর্বোচ্চ ৫৯ রান। সেখানে শান্তর সঙ্গী ছিলেন তাওহিদ হৃদয়। তার সংগ্রহ ৪১ বলে ২০। ২ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে প্রায় সবাই পেয়েছেন সফলতা। ৩২ রানে ৪ উইকেট নেন মাথিশা পাথিরানা। ১৯ রানে ২টি নেন মাহেশ থিকশানা।
পাল্লেকেলের এই মাঠ ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত হলেও এদিনের উইকেটে রান কতা ছিল বেশ কঠিন। সেখানে টিকে থাকতে ভালো কিছুই করতে হত সফরকারী দলের। কিন্তু শুরু থেকেই ব্যকফুটে যায় তারা।
তামিম ইকবাল ও লিটন কুমার দাসের অনুপস্থিতিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এদিন অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। কিন্তু তরুণ ওপেনার টেকেন কেবল ২ বল। মাহিশ থিকশানার পুরোপুরি লাইন মিস করে হয়ে যান এলবিডব্লিউ।
আরেক স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে তেড়ে এসে মারতে গিয়ে বল আকাশে তুলে সাজঘরে ফেরেন নাঈম শেখ। দলকে আরও বিপদে ফেলে ফেরেন সাকিবও। পাথিরানার দারুণ ডেলিভারি তার গ্লাভস ছুঁয়ে যায় উইকেটের পিছনে। বামে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন কিপার কুসল মেন্ডিস।
এরপরই আসে চতুর্থ উইকেটে শান্ত-হৃদয়ের সেই ৫৯ রানের জুটি। হৃদয়ের বিদায়ে জুটি বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষন পরই থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মেহেদি হাসান মিরাজের রান আউটের দায় অবশ্য শান্তর। বল গিয়েছিল স্কয়ার লেগে ফিল্ডার বরাবর। মিরাজ রান নিতে চাননি। শান্ত নিজের প্রান্ত ছেড়ে চলে আসেন মিরাজের প্রান্তে। নিজের উইকেট বিলিয়ে মিরাজ আউট হন ১১ বলে ৫ রান করে।
শেখ মেহেদি হাসান এলবিডব্লিউ হওয়ার পরের ওভারেই শেষ হয় শান্তর লড়াই। থিকশানার বলে বোল্ড হওয়ার আগে এই টপ অর্ডার করেন ১২২ বলে সাত চারে ৮৯ রান।
‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ এটি। গ্রুপের অন্য দল আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, তানজিদ ০, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩, মিরাজ ৫, মেহেদি ৬, তাসকিন ০, শরিফুল ২*, মুস্তাফিজ ০; রাজিথা ৭-০-২৯-০, থিকশানা ৮-১-১৯-২, ধানাঞ্জয়া ১০-০-৩৫-১, পাথিরানা ৭.৪-০-৩২-৪, ওয়েলালাগে ৭-০-৩০-১, শানাকা ৩-০-১৬-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া