ছিটকে গেলেন থিকসানা, ভারত দলে সুন্দর
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আজ ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে কলম্বোর প্রেমাদাসায় কাল খেলতে পারবে না মহীশ থিকসানা। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনালে’ হ্যামস্ট্রিংয়ে চোট পান এই স্পিনার। গতকাল এক বিবৃতিতে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসি বিবৃতিতে লিখেছে, ‘স্ক্যানের মাধ্যমে মহীশ থিকসানার পেশিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়। পুনর্বাসনপ্রক্রিয়া সম্পন্ন করতে থিকসানা হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।’
পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের সেই ম্যাচ চলাকালে দেখা যায়, থিকসানা দুজনের সহযোগিতা মাঠের বাইরে যাচ্ছেন। তখনই থিকসানার ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জাগে। স্ক্যান রিপোর্ট হাতে আসার পর শঙ্কাটাই সত্যি হয়েছে। জানা গেছে, থিকসানা হ্যামস্ট্রিংয়ে চোটের মাত্রা গ্রেড-২ পর্যায়ের। এসএলসির চিকিৎসা কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘এমআরই স্ক্যানে চোট স্পষ্ট দেখা গেছে; যদিও থিকসানা ঠিক আছেন। তিনি হাঁটাচলা করতে পারছেন। খুব একটা ব্যথা নেই। অবশ্যই তিনি বিশ্বকাপের আগেই পুরোপুরি সেরে উঠবেন। সত্যি বলতে, সামনে যদি বিশ্বকাপ না থাকত, তাহলে আমরা যে করেই হোক আগামীকালের (আজ) ম্যাচে তাঁকে খেলানোর চেষ্টা করতাম। তবে আমরা ঝুঁকি নিতে চাই না।’
থিকসানার জায়গায় ফাইনালের দলে শাহান আরাচচিগেকে ডাকা হয়েছে বলেও নিশ্চিত করেছে এসএলসি। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডারের গত জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে। এখন পর্যন্ত খেলা দুটি ওয়ানডেতেই ভালো করেছেন। একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই করেছেন ফিফটি। বোলিংয়েরও সুযোগ পেয়েছেন একবার। ৫ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের সঙ্গে না পারলেও বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। ছিটকে পড়ার আগে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট নেন থিকসানা। এ বছর ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি (১৫ ম্যাচে ৩১ উইকেট)। ২০০৮ এশিয়া কাপ ফাইনালে রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিসের জাদুতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আজকের ফাইনালে আরেক রহস্যময় থিকসানার না থাকাটা তাই ভারতের জন্য আশীর্বাদস্বরূপই বলা যায়।
এদিকে এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় স্কোয়াডে যোগ হচ্ছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পাওয়া অক্ষর প্যাটেল যদি ফাইনালে খেলতে না পারেন, সেই সতর্কতা হিসেবে সুন্দরকে দলে নেওয়া হয়েছে। আগের দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন অক্ষর। এই ইনিংস খেলার পথে কয়েকবার আঘাত পান এই বাঁহাতি অলরাউন্ডার। আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান অক্ষর।
এদিন ব্যাটিংয়ের সময় ডাইভ দিয়ে কবজিতে ব্যথা পাওয়ার পর বাউন্ডারি থেকে তাওহীদ হৃদয়ের লম্বা থ্রো এসে লাগে অক্ষরের হাতে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তার হাতে কোনো চিড় না ধরলেও বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি সতর্ক থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া হ্যামস্ট্রিং চোটের অভিযোগও করেছিলেন অক্ষর। এই কারণেই তাঁকে ঘিরে এই বাড়তি সতর্কতা। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অফ স্পিনিং অলরাউন্ডার সুন্দর সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন গত আগস্টে, আয়ারল্যান্ড সিরিজে। তবে ওয়ানডেতে সুন্দর সর্বশেষ খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এশিয়ান গেমসের ভারতের স্কোয়াডে থাকায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ শেষে সেই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি। যদি অক্ষর ২২ তারিখ শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য ফিট থাকেন, তাহলেই এশিয়ান গেমসের স্কোয়াডে যোগ দেবেন সুন্দর।
ভারতের হয়ে ১৬ ওয়ানডে খেলা সুন্দর ২৯.১২ গড়ে রান করেছেন ২৩৩ , উইকেট নিয়েছেন ১৬টি। ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়েও ছিলেন সুন্দর। তবে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত অতিরিক্ত একজন ব্যাটসম্যানের দিকে ঝুঁকেছে। তাই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন
ভারত শ্রীলঙ্কা
৭ ৬
ফাইনালে মুখোমুখি
মুখোমুখি ভারত শ্রীলঙ্কা
৮ ৫ ৩
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শান্তি ও মানবতার জয়গানেই খুলনায় বড়দিন উদযাপন
চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু
কালিগঞ্জে বিভিন্ন সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার
রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে জামির আলী মার্কেট দখলের পাঁয়তারা
দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট ,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আদালতে হাজির হননি
সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর
শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র্যাব
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ