স্বর্ণ জয়ের লক্ষ্যে হ্যাংজুতে জ্যোতিরা
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
এশিয়ান গেমসের ১৯তম আসরের নারী ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে চীন গেলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে এখন হ্যাংজুতে অবস্থান করছেন তারা।
বিশ্বকাপের মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। কিন্তু এবার হ্যাংজু এশিয়ান গেমসে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে তাদের। কারণ এশিয়ান গেমসে আছে রোমাঞ্চকর মার্চপাস্ট। এই মার্চপাস্টের জন্য লাল-সবুজের শাড়িও পেয়েছেন নারী ক্রিকেটাররা। স্বর্ণ জয়ের লড়াই চলাকালে তাদের জন্য থাকছে হ্যাংজুর গেমস ভিলেজে থাকার মতো দারুণ সুযোগ। ফলে বলাই যায় রোমাঞ্চ সঙ্গী করেই দেশ ছেড়েছে জাতীয় নারী ক্রিকেট দল।
হ্যাংজুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা কাল মিরপুরে অ্যাকাডেমির সামনে ফটোসেশনে অংশ নেন। এই ফটোসেশনের সময়ই বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখেমুখে লক্ষ্য করা গেছে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাওয়ার তৃপ্তি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লুকাতে পারলেন না তা, ‘আমার জন্য প্রথম এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে। গতবার ওভাবে করতে পারিনি। জানি না আল্লাহ পাক যদি আমাদের সুযোগ করে দেয়, সবার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। অনেক বড় গৌরবের বিষয় হবে। কারণ, এত বড় মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং আমি বলবো এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’
তিনি যোগ করেন, ‘গেমসগুলোতে যেটা হয়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারার অভিজ্ঞতা অন্যরকম। কিন্তু সবার সঙ্গে শেয়ার করা তো সেটা বলবো আলাদা। আমার জন্য একদমই প্রথম, আমাদের সিনিয়ররা আরও দু’বার গিয়েছেন। তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, যে কারণে আমার কাছে মনে হয় সবাই অনেক রোমাঞ্চিত। যারা এবার নতুন দলে যুক্ত হয়েছে বা একদম নতুন এসেছে তাদের জন্য বড় একটা অভিজ্ঞতার জায়গা হবে হ্যাংজু এশিয়ান গেমস। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সি গায়ে যেখানেই হোক, এশিয়ান গেমস, এশিয়া কাপ বা বিশ্বকাপ, সেটা সবসময় আনন্দের।’
২০১৯ সালে সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনা জিতেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার এশিয়ান গেমস, আরও বড় মঞ্চ। হ্যাংজুতে সোনা জিতে দেশে ফিরতে চাইছেন টাইগ্রেসরা। এ প্রসঙ্গে জ্যোতির কথা, ‘প্রথমে বলবো ট্রফি জেতা আর মেডেল জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি ফিল করেছি। কারণ, প্রথমবার ২০১৯ এসএ গেমস খেলেছি, সেখান থেকে স্বর্ণপদক নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে স্বর্ণপদক জেতার আনন্দটা অন্যরকম। হ্যাংজু থেকে স্বর্ণপদক জিতেই দেশে ফেরার প্রত্যাশা আমাদের।’
লক্ষ্যপূরণে এক মাস ধরে সিলেটে ফিটনেস ট্রেনিং করেছে জাতীয় ক্রিকেট দলের মেয়েরা। স্কিলের ঘাটতি তেমন না থাকলেও ফিটনেসের সমস্যায় আছেন অনেকে। সেসব নিয়েই মূলত সিলেটে লম্বা সময় কাজ করেছেন তারা। জ্যোতি মনে করেন, এই পরিশ্রমের ফল গোটা দলই পাবে। তার কথায়, ‘এক মাস আমরা অসম্ভব পরিশ্রম করেছি। আর সেটার ফল অবশ্যই আমরা পাবো। আমাদের ফিটনেস সংক্রান্ত কিছু সমসা ছিল। এই জায়গায় উন্নতি করতে পারলে পারফরম্যান্সে আরও উন্নতি হবে। শেষ ক্যাম্পটাতে ফিটনেসের ওপরই বেশি গুরুত্ব দিয়েছি আমরা। কারণ, ফিটনেস লেভেল উন্নতি করলেই স্কিলের উন্নতি অটোমেটিক হয়ে যাবে।’
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের খেলা। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেট ছিলনা। এবার হ্যাংজুতে খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিসিপ্লিনের পুরুষ বিভাগে ১৫টি এবং নারী বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ নারী দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। ২২ সেপ্টেম্বর দুপুরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত। এছাড়া পাকিস্তান এবং শ্রীলঙ্কাও খেলবে।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা ম-ল, সুলতানা খাতুন, ফাহিদা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই
সালমা খাতুন, মুর্শিদা খাতুন ও আশরাফি ইয়াসমিন অর্থি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে