পাকিস্তানের ড্রেসিংরুমের খবর বাইরে আসায় ক্ষুব্ধ সানা মির
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ এএম
ড্রেসিংরুমে বাবর আজম আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক খবর সামনে আসছে। দুই তারকার লড়াইয়ের খবর প্রকাশিত হওয়ার পর এবার মুখ খুললেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। ড্রেসিংরুমের খবর বাইরে আসাটা দলের কেউ চোট পেয়ে ছিটকে যাওয়ার থেকেও মারাত্মক ক্ষতির বলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
বিষয়টি নিয়ে টুইট করেছেন সানা। তিনি লেখেছেন, “বিশ্বকাপের আগে এটা একটা হৃদয় বিদারক খবর। বর্তমানে বাবর আজম ড্রেসিংরুমে যা বলেছেন সেই কথোপকথন ভক্তরা শেয়ার করছেন, এটা খুবই হাতাশার। দলের কেউই এটিকে ড্রেসিংরুম থেকে বের করেছে এবং সেটি শেয়ার করেছে। এর ফলে দলে চাপ বেড়েছে। এটা দলের নীতি পরিপন্থী। বর্তমানে যা ঘটেছে সেটা দলের জন্য বিশাল ক্ষতি। দলে কোনও ইনজুরি হলে যে ক্ষতি হয় এটা তার থেকেও মারাত্মক।”
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পর ড্রেসিংরুমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বাবর যে কথা বলেছেন, তা ভালোভাবে নেননি শাহিন। আর শাহিনের কথাও ভালোভাবে নেননি বাবর। যদিও বিষয়টি নিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বোলনিউজের প্রতিবেদন অনুযায়ী সাজঘরেই দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘তোমরা দায়িত্ব নিয়ে খেলছ না।’ বড় মঞ্চে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার জন্য আর্জি জানান বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
বাবরের কথার মধ্যেই নাকি পালটা মুখ খোলেন এশিয়া কাপে পাঁচ ম্যাচে ১০ উইকেট নেওয়া শাহিন। পাকিস্তানের তারকা পেসার বলেন, যাঁরা ভালো ব্যাট করেছেন বা বল করেছেন, তাঁদের তো প্রশংসা করা উচিত। সেই প্রসঙ্গে নির্দিষ্ট কারও নাম করেননি বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। জানা যায় এরপরেই নাকি রেগে যান বাবর আজম। শোনা যায় এরপরে দুজনকে থামাতে এগিয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খান এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “পাকিস্তান দলের যদি কোনও সমস্যা থাকে তা বিশ্বকাপের আগে ঠিক করে নেওয়া দরকার। সমস্যা মিটে গেলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ড্রেসিংরুমের কোন বিবাদ মিডিয়ায় চলে আসছে। এটি দলের জন্য মোটেই ভালো খবর নয়। ক্রিকেটারদের যদি বাবরের সঙ্গে সমস্যা থাকে, বাবর যদি প্রধান কোচ বা টিম ডিরেক্টরের অনুপস্থিতিতে কোনও সমস্যা ঠিকভাবে সমাধান না করতে পারে তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ এই ধরনের বিষয়গুলোতে হস্তক্ষেপ করা অধিনায়কেরই কাজ।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প