তামিমের বরিশালে মুশফিক-রিয়াদ
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
উপেক্ষীত মুমিনুল-আশরাফুল-সাব্বিররা
সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দশম আসর। এরইমধ্যে দল গোছানোর কাজে নেমে পড়েছে ফ্রাঞ্চাইজিগুলো। গতকাল ছিল আনুষ্ঠানিক খেলোয়াড় নিলাম। এদিন রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ধারাবাহিকভাবে চলতে থাকা ড্রাফটে লটারিতে প্রথম ডাকের সুযোগ পায় রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দল। শুরুতে সুযোগ পেয়েই তারা দলে নিয়ে নেয় ওপেনার রনি তালুকদাকে। ড্রাফটের বড় খবর, তালিকায় ‘এ’ শ্রেণিতে থাকা মুশফিকুর রহিমকে দলে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। একই দলে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদও। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ড্রাফট থেকে এবারও দলে ভিড়িয়েছে ইমরুল কায়েসকে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা রনির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এই ডাকে সুযোগ পেয়ে মোহাম্মদ মিঠুনকে দলে নেয় মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। একই শ্রেণির ক্রিকেটার আফিফ হোসেন খেলবেন খুলনা টাইগার্সে।
একদিকে যেখানে প্রাপ্তি সংবাদে ছড়িয়েছে উচ্ছ¡াস, বিষাদেরর খবরও আছে অন্য কোণে। কেননা ড্রাফট থেকে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে যে আছেন এক সময়ের ক্রিকেটে আলোচিত নাম মুমিনুল হক সৌরভ, সাব্বির রহমান রুম্মান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দশম বিপিএলের প্লেয়ার ড্রাফটে ৪৪৩ জন বিদেশি ক্রিকেটারের নাম ছিল। ৭ ক্যাটাগরিতে দেশি ক্রিকেটার ছিলেন ২০৩ জন। এই তালিকায় আলোচনার বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও দল পেয়েছেন। তবে মুমিনুল, সাব্বিররা অবিক্রিতই রয়ে গেছেন। অবশ্য এখনো বিপিএল খেলার সম্ভবনা শেষ হয়ে যায়নি অবিক্রিতদের। ড্রাফটে অবিক্রিত যেকোনো ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি। সে হিসেবে সরাসরি চুক্তির রাস্তা খোলাই আছে মুমিনুল-সাব্বির-আশরাফুলদের। তবে তার আগে চলুন দেখে নেই ড্রাফটের পর কেমন হলো দলগুলোর চেহারা-
এক নজরে দলগুলো
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট থেকে : মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।
সিলেট স্ট্রাইকার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ।
ড্রাফট থেকে : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।
রংপুর রাইডার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, বাবর আজম, আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট থেকে : রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
ফরচুন বরিশাল
ধরে রাখা ও সরাসরি চুক্তি : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে।
ড্রাফট থেকে : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি।
ড্রাফট থেকে : তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
খুলনা টাইগার্স
ধরে রাখা ও সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা।
ড্রাফট থেকে : আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলি, সুমন খান।
দুর্দান্ত ঢাকা
ধরে রাখা ও সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, চতুরঙ্গ ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির।
ড্রাফট থেকে : সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ