অস্ট্রেলিয়াকে গুড়িয়ে সিরিজ ভারতের
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
প্রথমে বোলারদের তুলোধুনা করে দলকে বড় সংগ্রহ এনে দিলেন শুবমান গিল, শ্রেয়াস আয়ার, সুর্যকুমার যাদবরা। পরে প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজারা করলেন নিয়ন্ত্রিত বোলিং। অস্ট্রেলিয়াকে বিলাশ ব্যবধানে হারানোর সাথে সিরিজ জয়ও নিশ্চিত করল ভারত।
ইন্দোরে রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ভারতের জয় ৯৯ রানের। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সব মিলিয়ে টানা পঞ্চম হারের তিক্ত স্বাদ পায় অস্ট্রেলিয়া।
প্রথমে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ৪০০ রান। ৯ ওভার পর হানা দেয় বৃষ্টি। এসময় অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৫২। এক ঘণ্টারও বেশি সময় পর খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার নতুন লক্ষ্য ঠিক হয় ৩৩ ওভারে ৩৩৭ রান। সফরকারী দলটি ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।
ম্যাচের ভাগ্য প্রথম ইনিংসেই অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিক ব্যাটারদের তাণ্ডবে। টপ অর্ডারে ঝড় তুলে শতক হাঁকান শুবমান ও শ্রেয়াস। রানের সেই ধারা ধরে রাখেন লোকেশ রাহুল-সুর্যকুমার যাদবরাও। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনা করে ৩৯৯ রানের সংগ্রহ গড়ে ভারত। একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন শুবমান। শ্রেয়াস করেন ৯০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৫। পরের ব্যাটারদের ব্যাট ছিল আরও উত্তাল। ৫২ বলে তিনটি করে ছক্কা চারে ৫২ রান করে আউট হন লোকেশ। ছয়টি করে ছক্কা চারে ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন সুর্যকুমার।
বেশিক্ষণ টেকেননি ইশান কিষান কিন্তু যতক্ষণ ছিলেন অজি বোলারদের স্থির থাকতে দেননি। দুটি করে ছক্কা চারে খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস।
ইন্দোরের রোববার টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন স্টিভ স্মিথ। চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে রুতুরাজ গায়কোয়াড়কে কট বিহাইন্ড করে ভালো শুরুও এনে দিয়েছিলেন জশ হেইজেলউড। পরের সময়টা হয়ত ভুলে যেতে চাইবেন প্যাট কামিন্সের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
দ্বিতীয় উইকেটে ১৬৪ বলে ২০০ রানের জুটি গড়েন গিল ও আয়ার। বছরের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন গিল।
২৭ রানের ব্যবধানে আউট হন দুই জনই। কিন্তু রানের গতি তাতে কমেনি, বরং বেড়েছে। ৩৩ বলে ৫৯ রানের জুটি গড়েন রাহুল ও কিষান। কিষান ফিরলেও সুর্যকুমারকে নিয়ে ৩৪ বলে ৫৩ রান যোগ করে আউট হন লোকেশ। ষষ্ঠ উইকেটে ২৪ বলে অপরাজিত ৪৪ রান আসে সুর্যকুমার-রবীন্দ্র জাদেজা জুটি থেকে।
২৪ বলে ফিফটি হাঁকান সূর্যকুমার। তার শুরুটা ছিল ধীর। ৪৪তম ওভারে ক্যামেরন গ্রিনকে টানা ৪ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। ভারত গড়ে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ ছিল ৩৮৩/৬, বেঙ্গালুরুতে ২০১৩ সালে।
সবচেয়ে বড় ঝড় গেছে গ্রিনের উপর দিয়ে। ১০ ওভারে এই পেসার দিয়েছেন ১০৩ রান। উইকেট নিয়েছেন দুটি। ১০ ওভারে ৯১ রানে ১ উইকেট নেন শেন অ্যাবোট।
রেকর্ড রান তাড়ায় শুরুটা যেমন হওয়ার দরকার ছিল তেমনটা হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারেই টানা দুই বলে ম্যাথু শর্ট ও স্মিথকে সাজঘরে ফেরার কৃষ্ণ। এরপর ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাবুশেনের ৬৮ বলে ৮০ রানের জুটি অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়। কিন্তু পাড়ি দিতে হতো রানের পাহাড়। সেটা আরও কঠিন করে তোলে আশ্বিনের একটি স্পেল। ৫ ওভারে ২৬ রানের স্পেলে এই স্পিনার তুলে নেন ৩ উইকেট। লাবুশেনকে বোল্ড করার পরের ওভারে ওয়ার্নারকে করেন এলবিডব্লিউ। একই ওভারে জশ ইংলিশকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আশ্বিন।
এরপর অ্যালেক্স কেয়ারি ও ক্যামেরন গ্রিনকেও দ্রুত আউট করে দেন জাদেজা। এরপর ভারতের জয় বিলম্বিত করেন শন অ্যাবোট। হেইজেলউডের সাথে নবম উইকেটে গড়েন ৪৪ বলে ৭৭ রানের জুটি। খেলেন ৩৬ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৫৪ রানের ইনিংস। অ্যাবোটকেও শিকারে পরিনত করেন জাদেজা।
আশ্বিন-জাদেজা দুজনেই নেন ৩টি করে উইকেট। দুটি নেন কৃষ্ণ।
আগামী বুধবার রাজকোটে হবে সিরিজের শেষ ম্যাচ। এদিন নিশ্চয় জয়টা খুব করেই চাইবে অস্ট্রেলিয়া। নইলে যে টানা ছয় ম্যাচে হারের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ অভিযানে নামতে হতে প্রতিযোগিতার সফলতম দলটিকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৯৯ (রুতুরাজ ৮, গিল ১০৪, আয়ার ১০৫, রাহুল ৫২, কিষান ৩১, সুর্যকুমার ৭২*, জাদেজা ১৩*; অতিরিক্ত ১৪; জনসন ৮-০-৬১-০, হেইজেলউড ১০-০-৬২-১, অ্যাবোট ১০-০-৯১-১, গ্রিন ১০-০-১০৩-২, জাম্পা ১০-০-৬৭-১, শর্ট ২-০-১৫-০)।
অস্ট্রেলিয়া: ২৮.২ ওভারে ২১৭ (লক্ষ্য ৩৩ ওভারে ৩১৭) (শর্ট ৯, ওয়ার্নার ৫৩, স্মিথ ০, লাবুশেন ২৭, ইংলিশ ৬, কেয়ারি ১৪, গ্রিন ১৯, অ্যাবোট ৫৪, জাম্পা ৫, হেইজেলউড ২৩, জনসন ০*; অতিরিক্ত ৭; শামি ৬-০-৩৯-১, কৃষ্ণ ৬-০-৫৬-২, আশ্বিন ৭-০-৪১-৩, ঠাকুর ৪-০-৩৫-০, জাদেজা ৫.২-০-৪২-৩)।
ফল: বৃষ্টি নিয়মে ভারত ৯৯ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস