৪৪ বছর বয়সী তাহিরের ইতিহাস
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম দুই আসরেই ফাইনালে উঠেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টানা দুই ফাইনাল খেলেছিল ষষ্ঠ ও সপ্তম আসরে। সব মিলিয়ে প্রথম ১০ আসরের ৫টিতে ফাইনাল খেললেও প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। অবশেষে ষষ্ঠ ফাইনালে এসে শিরোপার দেখা মিলেছে গায়ানার। গতকাল সিপিএলের ১১তম আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এত দিন সিপিএল ফাইনালে নাইট রাইডার্স মানেই ছিল শিরোপা জয়। চারবার ফাইনাল খেলে প্রতিবারই ট্রফি হাতে তুলেছিল দলটি। আজ সেই নাইট রাইডার্সই গায়ানার কাছে পাত্তা পায়নি। প্রভিডেন্সে প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইট রাইডার্স। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আসে কিসি কার্টির ব্যাট থেকে। অন্যদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু মার্ক ডেয়াল (১৬) ও চ্যাডউইক ওয়ালটন (১০)।
নাইট রাইডার্সের ব্যাটিংকে এভাবে ধসিয়ে দেওয়ার কাজটি হয় দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের পেস এবং ইমরান তাহির ও গুড়াকেশ মোতির স্পিনে। প্রিটোরিয়াস ২৬ রানে নেন ৪ উইকেট। আর ৪ ওভার হাত ঘুরিয়ে গুড়াকেশ মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক তাহির দুই উইকেট নেওয়ার পথে চার ওভারে দেন মাত্র ৮ রান। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। পাকিস্তানি ওপেনার সায়েম আইয়ুব ৪১ বলে ৫২ এবং শেই হোপ ৩২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
৪৪ বছর বয়সে শিরোপা জিতিয়ে আপ্লুত তাহির। পুরস্কার বিতরণীতে কথা বলার শেষে কেঁদেই ফেললেন এই প্রোটিয়া। তার ধন্যবাদের তালিকাটাও বেশ দীর্ঘ হলো। রবিচন্দ্রন অশ্বিন নাকি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন, টুর্নামেন্ট জিতবে তাহিরের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তাঁকেও আলাদা করে ধন্যবাদ দিয়েছেন গায়ানার এই অধিনায়ক। অথচ তাঁকে এবার দায়িত্ব দেওয়ার সময় হাস্যরসের শিকারও হতে হয়েছে। তাহির নিজেই বলেছেন, ‘এ প্রতিযোগিতায় আসার আগে সবাই আমাকে নিয়ে মজা করছিল যে আমি অধিনায়ক হয়েছি। আমার মনে হয়, সেগুলো আমাকে উজ্জীবিত করেছে। এর ফলে তাদেরকে আসলে ধন্যবাদই জানাতে চাই।’
এদিন ফাইনাল শুরুর সময়ই একটা ইতিহাসও হয়ে গেছে তাহিরের। আইসিসির প‚র্ণ সদস্যদেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনালে অধিনায়কত্বের রেকর্ড এখন তার। শিরোপা জয় সে উপলক্ষকে যেন পরিপ‚র্ণতা দিয়েছে। ম্যাচ শুরুর সময় তাহিরের বয়স ছিল ৪৪ বছর ১৮১ দিন। তাহির টপকে গেছেন গ্যারেথ বাটিকে। ২০২০ সালে টি-টোয়েন্টি বøাস্টের ফাইনালে নটিংহামশায়ারের বিপক্ষে সারেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্যাটি, সে দিন তার বয়স ছিল ৪২ বছর ৩৫৭ দিন। মহেন্দ্র সিং ধোনি, মিসবাহ-উল-হক ও রাহুল দ্রাবিড়- এ তালিকা বেশ সমৃদ্ধই। অবশ্য একটা ক্ষেত্রে তাহির অন্য সবার চেয়ে আলাদা। এই পাঁচজনের মধ্যে একমাত্র তিনিই শিরোপাও জিতেছেন। সব মিলিয়ে সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনাল খেলার রেকর্ডটি লুক্সেমবার্গের টনি হোয়াইটম্যানের। ২০২০ সালে কনটিনেন্টাল কাপে লুক্সেমবার্গের হয়ে রোমানিয়ার বিপক্ষে খেলেছিলেন ৫২ বছর ১০৪ দিন বয়সী হোয়াইটম্যান।
এমনিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড তুরস্কের ওসমান গোকেরের। ২০১৯ সালে রোমানিয়ার বিপক্ষে কনটিনেন্টাল কাপে খেলার দিন তার বয়স ছিল ৫৯ বছর ১৮১ দিন। আইসিসির প‚র্ণ সদস্যদেশগুলোর মধ্যে রেকর্ডটি অস্ট্রেলিয়ার ব্র্যাড হগের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এ বাঁহাতি রিস্ট স্পিনার খেলতে নেমেছিলেন ৪৩ বছর ৪৫ দিন বয়সে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিগত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে- আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা