জুটি ভাঙলেন নাসুম
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
দারুণ ডেলিভারিতে ওপেনার উইল ইয়াংকে বোল্ড করে দিলেন নাসুম আহমেদ। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি বিচ্ছিন্ন করলেন এই স্পিনার।
৮০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭০ রানের দারুণ ইনিংস খেলেছেন ইয়াং। নিউ জিল্যান্ড ২৯.৩ ওভারে ১৩২/৩।
শরিফুলের জোড়া আঘাত
দশম ওভারে গিয়ে বল হাতে প্রথম সফলতা পেল বাংলাদেশ। ফিন অ্যালেনকে ডিপ ফাইন লেগে ক্যাচ বানানোর পরের বলেই অভিষিক্ত ডেন ফক্সক্রফটকে ক্লিন বোল্ড করে দেন শরিফুল ইসলাম।
২৬ বলে ২৮ করে ফিরলেন অ্যালেন। অভিষেকে দ্বিতীয় কিউই হিসেবে গোল্ডেন ডাকের শিকার হলেন ফক্সক্রফট।
নিউ জিল্যান্ড ১০ ওভারে ৪৯/২।
দুইশর আগেই শেষ বাংলাদেশ
বিশ্বকাপ অভিযানে রওনা দেওয়ার আগে আবারও ফুটে উঠলো বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা। আপন আঙিনায় সিরিজ বাঁচানোর ম্যাচে দুইশ রানের সংগ্রহও গড়তে পারল না দল। নিউ জিল্যান্ডের বোলারদের সামনে ৩৫ ওভারের আগেই গুটিয়ে গেছে নামজুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিউইদের স্রেফ ১৭২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। দলটি ৩ রানে হারায় শেষ ৪ উইকেট।
ব্যাট হাতে একাই লড়েছেন শান্ত। করেছেন সর্বোচ্চ ৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান মাহমুদউল্লাহর।
অ্যাডাম মিলনে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে নেন ট্রেন্ট বোল্ড ও কোল ম্যাকনকি। দ্বিতীয় ম্যাচে একাই ৬ উইকেট নেওয়া ইশ সোদি এদিন ৬ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ৩৪.৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। ম্যাচে অভিষেকে চতুর্থ ব্যাটার হিসেবে ফিফটি করলেন এই টপ অর্ডার। তবে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন সবাইকে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সর্বোচ্চ রানের ইসিংস খেললেন শান্ত।
ইনিংসে ফিফটি জুটি কেবল একটি। ৩৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৫৯ বলে ৫৩ রান যোগ করেন শান্ত। পানি পানের বিরতি থেকে ফিরেই নিউ জিল্যান্ড অধিনায়ক ফর্গুসনে আঘাত। ফর্গুসনের লাফিয়ে ওঠা বল ব্যাটে লেগে স্টাম্পের উপর পড়ে। চেষ্টা করেও বল আটকাতে পারেননি মুশফিক। আউট হন ২৫ বলে ২ ছক্কায় ১৮ রান করে।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানের জুটিতে মাহমুদউল্লাহকে পেয়েছিলেন শান্ত। বোলিংয়ে ফিরেই উইকেট তুলে নেন মিলনে। কট বিহাইন্ড হয়ে যান মাহমুদউল্লাহ।
দলকে একাই টানছিলেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিতে পারেননি মেহেদি হাসানও। বোল্টের বলে কট বিহাইন্ড হন মেহেদী। সপ্তম ব্যাটার হিসেবে আউট হন ওয়ানডাউনে নামা শান্ত। ম্যাকনকির বলে এলবিডব্লিউ হয়ে হন অধিনায়ক। এর আগে ৮৪ বলে ১০ চারে করেন ৭৬ রান।
ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ঠিক দুই-এক মিনিট আগে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ঢেকে দেওয়া হয় পিচ। ২০ মিনিট পর শুরু হয় খেলা। নতুন বলে প্রথম আঘাত হানেন মিলনে। অভিষিক্ত জাকির হোসেনকে দ্বিতীয় ওভারেই ইনসাইড এজ বোল্ড করে দেন সিরিজে প্রথম সুযোগ পাওয়া এই পেসার।
পরের ওভারের প্রথম বলে তানজিদ হাসানকে স্লিপে ক্যাচ বানান বোল্ট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে বোল্টের প্রথম উইকেট এটি। শুরুর এই ধাক্কা সামলে উঠার আগেই আবারও মিলনের আঘাত। ডাউন দা উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন তাওহিদ হৃদয়।
সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে বড় ব্যবধানে। সবশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো কিউইরা। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ব্ল্যাক ক্যাপ বাহিনী।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৭১ (তানজিদ ৫, জাকির ১, শান্ত ৭৬, হৃদয় ১৮, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২১, মেহেদি ১৩, নাসুম ৭, হাসান ১, শরিফুল ১, খালেদ ০*; অতিরিক্ত ১০; বোল্ট ৬-০-৩৩-২, মিলনে ৬.৩-০-৩৪-৪, সোদি ৬-০-৪০-০, ফার্গুসন ৬-০-২৬-১, রবিন্দ্র ৫-১-২০-১, ম্যাকনকি ৫-০-১৮-২)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে