বৃথা গেল শান্তর একার লড়াই
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
মিরপুরে সিরিজ ও মান বাঁচানোর ম্যাচ, সঙ্গে অস্বস্তি কাটিয়ে আত্মবিশ্বাসী এক দল নিয়ে বিশ্বকাপে যাবার তারড়া। যার কোনোটাই হলো না বাংলাদেশের। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে বাজে ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ের পসরা সাজিয়ে হারের লজ্জা পেল সাকিব-তামিমহীন বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে আগের ম্যাচে ১৬৮ রান করা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭১ রানে, খেলতে পেরেছে মাত্র ৩৪.৩ ওভার। জবাবে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আর তাতে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ জয়ের (২-০) উল্লাসে মাতে কিউইরা।
বাংলাদেশের ইনিংসে রান যা করার একাই করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ওপেনার শেষ পর্যন্ত ফেরেন ৭৬ রানে। এই সংস্করণে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি ব্যাটসম্যানের ৮৪ বলের ইনিংসটি সাজানো ১০টি চারে। দ্বিতীয় ওভারে উইকেটে আসা নাজমুল ফিরেছেন ৩২তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে দলকে ১৬৮ রানে রেখে। অফ স্পিনার কোল ম্যাকনকিকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনে নামা নাজমুল। এরপর তার দল টিকেছে আর মাত্র ৩.১ ওভার, যোগ করেছে মাত্র ৩ রান। তবে তার আগেই এক কীর্তি নিজের নামে করে নিয়েছেন এই ওপেনার।
২৭তম ওভারের তৃতীয় বল। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের করা ডেলিভারিটি মিড অনের উপর দিয়ে সীমানার বাইরে পাঠালেন নাজমুল হোসেন শান্ত। তার রান বেড়ে হলো ৭১। এতেই ভাঙা পড়ে ২৫ বছর ধরে টিকে থাকা এক রেকর্ড। ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের মালিক এখন শান্ত। ২৫ বছর আগের রেকর্ডটি এতদিন ছিল আমিনুল ইসলাম বুলবুলের। ১৯৯৮ সালের মার্চে ৭০ রান করেছিলেন তিনি। ১২৬ বল মোকাবিলায় মেরেছিলেন পাঁচটি চার। মোহালিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ২৫ বছরের ব্যবধানের আমিনুলকে টপকে শীর্ষে উঠলেন ফর্মের তুঙ্গে থাকা শান্ত।
বাংলাদেশের ১৬তম ওয়ানডে দলনেতা হিসেবে এদিন অভিষেক হয়েছে শান্তর। আর নেতৃত্বের অভিষেকে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। এটি তার টানা তৃতীয় ৫০+ রানের ইনিংস। চোটের কারণে ছিটকে যাওয়ার আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ ও আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রান করেছিলেন তিনি। শান্ত ও আমিনুল ছাড়া এই সংস্করণে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ফিফটি করেছেন আর দুজন। তারা হলেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান।
নাজমুল যখন উইকেটে এলেন বাংলাদেশের রান ৬। ট্রেন্ট বোল্টের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে সিøপে ফিন অ্যালেনের ক্যাচ হয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে কিউই পেসারের এটিই প্রথম উইকেট। নাজমুলকে দর্শক বানিয়ে পরের ওভারেই ফিরে যান ওয়ানডে অভিষিক্ত জাকির হাসান। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া জাকির ওয়ানডে অভিষেকে করতে পেরেছেন মাত্র ১ রান। নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনের ফুল টস বলে গতির কাছে হার মেনে বোল্ড হয়েছেন জাকির। দলকে ৩৫ রানে রেখে এরপর ফিরে যান তাওহিদ হৃদয়। ১৭ বলে ১৮ রান করা হৃদয় মিলনের দ্বিতীয় শিকার হয়েছেন পয়েন্ট সহজ ক্যাচ তুলে।
বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হয়েছে এরপরই। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৫৩ রান যোগ করেন নাজমুল। ইশ সোধি ও লকি ফার্গুসনকে দুটি ছক্কা মারা মুশফিক ফিরেছেন দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে। ফার্গুসনের বাড়তি বাউন্সারের বলটি ঠেকালেও বলটি মাটিতে পড়ে দিক বদলে আবার চলে যায় স্টাম্পের দিকে। পা দিয়ে বল সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন ২৫ বলে ১৮ রান করা মুশফিক। মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ যখন সঙ্গ দিচ্ছিলেন নাজমুলকে বোঝা যায়নি ১৭১ রানেই থামবে বাংলাদেশ। দুজনের পঞ্চম উইকেটে আসে ৪৯ রান। মিলনের তৃতীয় শিকার হয়ে উইকেটকিপারকে ক্যাচ দেওয়ার আগে ২৭ বলে ২১ রান করেছেন প্রথম রানটি করেই চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়া মাহমুদউল্লাহ।
পরের গল্পটা শুধুই আসা যাওয়ার। ততে যুতসই লক্ষ্য দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা, বাংলাদেশকে হারের লজ্জা দিয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে নিউজিল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা