ওয়ার্নারের সর্বকালের সেরা ফিনিশার ধোনি, ক্রিকেটার ক্যালিস
০১ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম
আর বাকি মাত্র চার দিন। তারপরেই শুরু ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলই ভারতে পৌঁছে গেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার মুখোমুখি হলেন একটি টেলিভিশন চ্যানেলের। সেখানেই ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ফিনিশারের তকমা দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
ওয়ার্নারকে ঝটপট উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয় আয়োজকদের পক্ষ থেকে। সেখানেই তাকে প্রশ্ন করা হয় বিশ্বের সেরা ফিনিশার হিসেবে তিনি কাকে মনে করেন। উত্তরে সঙ্গে সঙ্গে বলেন ধোনির কথা। অন্যদিকে সর্বকালীন সেরা ক্রিকেটার হিসেবে তিনি বেছে নেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিসকে।
এই প্রশ্ন উত্তর পর্বে ওয়ার্নার জানান তিনি তার ক্রিকেট জীবনে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্নের আদর্শ হিসেবে দেখেছেন। ডেভিড বলেন, 'প্রথমে আমি লেগ স্পিনার হতে চেয়েছিলাম। শেন ওয়ার্ন, রিকি পন্টিংদের আমি আমার আদর্শ হিসেবে মনে করি। ওরা খেলায় যেভাবে নিজেদের অবদান রাখে আমি সেভাবেই খেলতে চাই। অ্যাডাম অস্ট্রেলিয়ার ক্রিকেটের আক্রমণাত্মক ওপেনার। অন্যদিকে রিকি পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়।'
এরপরেই তিনি জানান, জ্যাক ক্যালিসকে তিনি ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন। তিনি বলেন, 'কোনও রকম সন্দেহ না রেখেই বলতে পারি জ্যাক ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটার।' এরপরেই ধোনির প্রসঙ্গ উঠে আসে। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারের থেকে জানতে চাওয়া হয় ধোনিকে সেরা ফিনিশার হিসেবে তিনি মানেন কিনা। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে উত্তর দেন, 'হ্যাঁ! আমার মতে ধোনি বিশ্বের সর্বকালের সেরা ফিনিশর।'
২০১৫ সালে নিজেদের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া দল। সেই দলের অংশ ছিলেন ডেভিড। সেই কথাই উল্লেখ করে তিনি বলেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ।' এছাড়াও তিনি জানিয়ে যান যদি আগের ক্রিকেটে ফিরে যাওয়া যায় তাহলে সচীন টেন্ডুলকরের সঙ্গে একদিনের ক্রিকেটে ওপেন করতে চান। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ওপেনের জন্য বীরেন্দ্র শেবাগ ও ম্যাথিউ হেডেনকে বেছে নিয়েছেন তিনি। বলেছেন, ক্রিকেটার না হলে হতেন মহাকাশচারী। ভারতীয় খাবারের মধ্যে হায়দরাবাদি বিরিয়ানি তার ভালো লাগে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত