বাবরকে ‘আক্রমণাত্মক’ থাকার পরামর্শ আফ্রিদির
০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
সর্বশেষ এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের দুটি ম্যাচ ছিল- একটি গ্রæপ পর্বে, আরেকটি সুপার ফোরে। অনেকে আবার ভারত-পাকিস্তান ফাইনালও আশা করেছিল এশিয়া কাপে। কিন্তু পাকিস্তান সুপার ফোরের সীমানা পার হতে পারেনি বলে তা হয়নি। বৃষ্টির কারণে এশিয়া কাপের প্রথম পর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি ফলের মুখ দেখেনি। আর সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সেই ম্যাচের পর বাবর আজমদের সমালোচনায় মুখর হয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ এখন আর হয় না। তাই দুই চিরপ্রতিদ্ব›দ্বীর লড়াই দেখতে ক্রিকেট-বিশ্ব তাকিয়ে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়াও আইসিসির ইভেন্টগুলোর দিকে। এসব টুর্নামেন্টে নিয়মিতই দেখা হয় ভারত-পাকিস্তানের। এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রথম পর্বে সব দলই সবার বিপক্ষে খেলবে। তাই প্রথম পর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৪ অক্টোবর। দুই দল মুখোমুখি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এ ম্যাচের আগে শুরু হয়ে গেছে দুই দেশের সাবেকদের কথার লড়াই। কেউ এ ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন, কেউ আবার বলছেন ভারতের কথা। শাহিন আফ্রিদি-হাসান আলীদের নিয়ে গড়া পাকিস্তানের বোলিং লাইনআপের কথা বলছেন কেউ কেউ। অনেকে আবার প্রশংসায় ভাসাচ্ছেন রোহিত শর্ম-বিরাট কোহলিসমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইনআপকে। এর মধ্যেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান সমালোচনা করেছেন বাবর-রিজওয়ানদের। অতীতে ভারতের কাছে বিশ্বকাপ আর এশিয়া কাপে হেরে যাওয়া ম্যাচগুলোর প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ভারতের বিপক্ষে খেলার সময় ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন পাকিস্তানের খেলোয়াড়েরা।
এশিয়া কাপের হারটির কথা টেনে মঈন বলেছেন, ‘আমি এটা দেখেছি। খেলোয়াড়দের ভীত মনে হচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল, তারা বাবরকে পরামর্শ দিতে ইতস্তত করছে; সেটা হোক মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি বা শাদাব খান। এটা স্পষ্ট ছিল যে তারা দল হিসেবে খেলেনি। কোনো আলোচনা ছিল না, সেটা থাকলেও হয়তো মাঠে এর প্রতিফলন ছিল না।’ মঈন খান এরপর যোগ করেন, ‘ভারতের বিপক্ষে খেলতে গেলেই পাকিস্তানের খেলোয়াড়েরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভয় পেয়ে যাওয়া খেলোয়াড়দের পরামর্শ কাজে লাগে না।’
এদিকে, ব্যাটসম্যান শহীদ আফ্রিদির মূল মন্ত্রই ছিল আক্রমণ। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তান নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচ যেমন মুঠোয় এনেছে, আবার দলকে অনেকবার বিপদেও ফেলেছে। এক যুগ আগে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন আফ্রিদি। সে বারই সর্বশেষ বিশ্বকাপ সেমিফাইনালে খেলে পাকিস্তান। এক যুগ পর বাবর আজমের নেতৃত্বাধীন দলকে ঘিরে আবারও বড় কিছুর স্বপ্ন দেখছে পাকিস্তান। সাবেক অধিনায়ক হিসেবে বাবরের জন্য আফ্রিদির পরামর্শ, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলো।’
আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেট বলতে ব্যাটিংয়ে মেরে খেলার কথা বোঝাননি। বুঝিয়েছেন অধিনায়ক হিসেবে বাবরকে আক্রমণাত্মক থাকার কথা। বিশেষ করে মাঠের ভেতরে শরীরী ভাষায়। গতপরশু রাতে সামা টিভির এক অনুষ্ঠানে যুক্ত হয়ে আফ্রিদি বলেন, ‘বাবরকে মাঠের ভেতরে ইতিবাচক থাকতে হবে, শারীরিক ভাষায় আক্রমণাত্মক থাকতে হবে। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রায় পুরো দলই ভারতে এই প্রথম খেলতে গেছে। প্রস্তুতি ম্যাচে চাপ থাকে না, কারণ দর্শক নেই। কিন্তু মূল ম্যাচে দর্শক থাকবে। চাপও থাকবে। আমরা সাবেক ক্রিকেটাররা, পাকিস্তানের মানুষের দলের সঙ্গে আছি। সবার এত এত সমর্থন থাকলে অধিনায়কের দায়িত্ব বেড়ে যায়। তাঁকে সাহসী হতে হয়।’
অধিনায়ক বাবরের চাপ কমাতে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে বিশেষভাবে ভ‚মিকা রাখতে হবে বলে মনে করেন আফ্রিদি। পশাপাশি দলের সিনিয়র ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার যাঁরা, তাঁদের সঙ্গেও বাবরকে মাঠ ও মাঠের বাইরে যথেষ্ট সময় ব্যয় করে তাঁদের উজ্জীবিত রাখারও পরামর্শ আফ্রিদির, ‘বাবরকে অবশ্যই সিনিয়রদের আমলে নিতে হবে। টুর্নামেন্টজুড়ে ম্যাচ জেতানো খেলোয়াড়দের সঙ্গে বসে ডিনার করা, একসঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে নামাজ পড়া- এসবে সময় দিতে হবে। মাঠে ও মাঠের বাইরে একতার ছাপ থাকতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার