ধর্মশালায় দল, সাকিব আহমেদাবাদে
০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার কয়েক দিন আগে তামিম ইকবালকে বাদ দেওয়াকে কেন্দ্র করে টালমাটাল হয়ে পড়ে দেশের ক্রিকেট। এর প্রভাব দলের পারফরম্যান্সে না পড়ে এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। একই সঙ্গে ড্রেসিং রুমে তাদের অবস্থান কেমন হয় তাও ছিল ভাবনার বিষয়। তবে সবকিছু পেছনে ফেলে ভারতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন টাইগাররা।
গত বুধবার সন্ধ্যায় বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। এর পরদিনই গুয়াহাটিতে দলীয় অনুশীলনে নামে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া ভিডিওতে সেদিনই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এদিন আইসিসির দেওয়া একটি ভিডিওতে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে তাদের। মাঝে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও পরেরটিতে ইংল্যান্ডের কাছে হারের ক্ষত নিয়ে গতকালই মূল বিশ্বকাপের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। এদিনও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন মিরাজ-লিটনরা-শরীফুলরা।
আসামের গুয়াহাটিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগের দিন ইংলিশদের বিপক্ষে ম্যাচ শেষে গতকাল বিকালে চার্টার্ড ফ্লাইটে করে গুয়াহাটি থেকে আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় টাইগাররা। অলরাউন্ডার মিরাজ তার ফেসবুকে পেজে পোস্ট করে জানিয়েছেন, ‘ধর্মশালায় পৌঁছে গেলাম।’
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। সেই মিশন শুরু হচ্ছে ধর্মাশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে। গোটা বিশ্বের ক্রিকেট স্টেডিয়ামগুলোর তালিকা করলে সৌন্দর্যের ভিত্তিতে ধর্মাশালা তালিকার ওপরের দিকেই থাকবে। এই ভেন্যুতেই বাংলাদেশ দল টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ খেলবে।
এদিকে, কোচিং স্টাফসহ দলের সবাই ধর্মশালা গেলেও অধিনায়ক সাকিব আল হাসান যাননি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়েও ধোঁয়াশা আছে। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি তিনি। সেখানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলের সব অধিনায়ক। আর এই অনুষ্ঠান শেষে ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তান ও ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলেছে তারা। লঙ্কানদের ৭ উইকেটে হারালেও ইংল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হারতে হয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
পা চোট পেয়ে দুটি প্রস্তুতি ম্যাচেই বিশ্রামে ছিলেন অধিনায়ক সাকিব। তবে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সাকিব এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন। ধর্মশালায় দুই ম্যাচ খেলার পর দক্ষিণ ভারতের চেন্নাইতে যাবে বাংলাদেশ। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শুভেচ্ছা দূত হিসেবে আফরান নিশোর নতুন পথচলা
টিউলিপকে দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান
যুক্তরাজ্যে নতুন বিধিনিষেধের জেরে ওয়ার্ক ও স্টাডি ভিসার আবেদন ৪২% কমেছে
ডা. দোলন ১৪ বছর পর বিএসএমএমইউতে যোগ দিলেন
ঢাকার বাতাস আজো দূষণ তালিকার শীর্ষে
পাকিস্তানে ৩৩ টনের স্বর্ণ খনি
মোদীর ডিগ্রি বিতর্ক নিয়ে যা বলল দিল্লি বিশ্ববিদ্যালয়
হান্টার বাইডেন মামলায় বিশেষ কাউন্সেলের রিপোর্টে প্রেসিডেন্টের সমালোচনা
চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট
অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইদের আমরণ অনশন অব্যাহত
কৃষকদের সমস্যা সমাধানে ফরাসি প্রধানমন্ত্রীর বৈঠক
‘ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল’
আইসিজের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী
বেক্সিমকোর কর্মচারী, কর্মকর্তা ও শ্রমিকদের মানববন্ধন চলছে
নীলফামারীর ডোমারে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
হলিউড কি সত্যিই পুড়ে গেছে?
অবশেষে নিলামে উঠল সাবেক ৩ এমপির বিলাসবহুল গাড়ি
টিউলিপের প্রচারপত্র, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কসহ গণভবনে যা কিছু পাওয়া গেল
পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭
ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে গোলাপি গুঁড়োর ব্যবহার , আগুনের আগ্রাসন রোধের প্রচেষ্টা