কোহলি-রাহুলের ব্যাটে উড়ে গেল অস্ট্রেলিয়া
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। ব্যাটিংয়ে ২ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দিলেন বিরাট কোহলি আর লোকেশ রাহুল। অস্ট্রেলিয়াকে গুড়িয়ে বিশ্বকাপের আসরে শুভসূচনা করল ভারত।
ত্রয়োদশ বিশ্বকাপ আসরের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রোববার ভারতীয় স্পিনারদের দাপটে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৫২ বল আর ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করা রাহুল অপরাজিত থাকেন ৯৭ রানে। যেন ব্যাটে-বলে দারুণ ণৈপুন্য দেখিয়ে শিরোপার দাবি জানিয়ে রাখল ভারত।
ম্যাচটা হয়ত বিভিন্ন কারণেই হারতে পারত অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শ হয়ত এই ম্যাচের একটা আক্ষেপ মনে পুষে রাখবেন অনেক দিন। শুরুর ধ্বস সামাল দিতে যখন ভারত প্রাণপনে লড়ছে তখন কোহলির ক্যাচ হাতছাড়া করেন মার্শ।
ক্যাচটা ধরতে পারলে ৪ উইকেটে ২০ রান হয়ে যেত ভারতের স্কোরবোর্ড। সেই কোহলি যখন মাঠ হ্যাজেলউডের বলে লাবুশেনের হাতে মিড উইকেটে ধরা পড়ে মাঠ ছাড়েন দল তখন জয় থেকে স্রেফ ৩৩ রান দূরে। আর ১২ রানে জীবন পাওয়া কোহলির নামের পাশে তখন ১১৬ বলে ৬ চারে ৮৫ রানের ঝলমলে ইনিংস।
লোকেশ রাহুল অবশ্য সেই সুযোগ দেননি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ১১৫ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসটি সাজান ৮টি চার ও ২ ছক্কায়। ম্যাচসেরাও হয়েছেন তিনিই।
টার্ন ও বাউন্সি পিচে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৬৫ রানের ‘মহাকাব্যিক’ জুটি গড়েন কোহলি ও রাহুল। কঠিন উইকেটে এমন দুর্দান্ত ব্যাটিংকে ‘মহাকাব্যিক’ বলাই যায়।
অথচ ব্যাট হাতে ভারতের শুরুটা কী বাজেই না ছিল। মিচেল স্টার্কের করা প্রথম ওভারের চতুর্থ বলেই স্লিপে ক্যাচ দেন ঈশান কিষান। পরের ওভারে জশ হ্যাজলউডের দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার রোহিত, ষষ্ঠ বলে শর্ট কাভারে ওয়ার্নারের ক্যাচে পরিণত শ্রেয়াস আইয়ার। তিনজনই ফিরেছেন শূন্য রানে। ভারতের ১ হাজার ৪১টি ওয়ানডের ইতিহাসে প্রথম চারজনের তিনজনই শূন্য রানে আউট এই প্রথম।
টস জিতে আগে ব্যাটে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য এতটা মন্দ ছিল না। দলীয় ৫ রানে তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলে কট বিহাইন্ড হন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন ওয়ার্নার আর স্মিথ।
অজিদের ভুগিয়েছে মূলত স্পিন। স্পিনারদের বিপক্ষে ৩০ ওভারে ১০৪ রান নিতে গিয়ে ৬ উইকেট হারায় তারা।
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা জাদেজার কাছে এই মাঠ হাতের তালুর মত চেনা। সেরা বোলিংও উপহার দিয়েছেন তিনিই। ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন জাদেজা। ৪২ রানে দুটি শিকার ধরেন কুলদিপ। ৩৪ রানে ১টি নেন আশ্বিন। শুরুতে আর শেষের দিকে বুমরাহ নেন ২ উইকেট।
অস্ট্রেলিয়ার ইনিংসে ফিফটিনেই একটিও। সর্বোচ্চ ৪৬ রান স্মিথের। ওয়ার্নার করেন ৪১। এছাড়া ত্রিশোর্ধো ইনিংস নেই একটিও। অজিদের সংগ্রহ দুইশ’র কাছাকাছি যায় শেষ তিন উইকেট থেকে পাওয়া ৫৯ রানের কল্যাণে।
কুলদিপকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় ওয়ার্নারের ৫২ বলে ৪১ রানের লড়াই। এরপর খোলসবন্দী হয়ে যায় অজিরা। তাতে আরও চেপে বসে ভারতীয় স্পিনাররা। জাদেজার লাফিয়ে ওঠা বলে বোল্ড হয়ে যান স্মিথ। এসময় নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলেন না এই অভিজ্ঞ ব্যাটার। থামে মার্নাস লাবুশেনের সাথে তার ৬৪ বলে ৩৬ রানের জুটি।
এরপর আর তেমন কোনো জুটির দেখা পায়নি প্যাট কামিন্সের দল। পরপরই ওভারে জোড়া আঘাত হানেন জাদেজা। লাবুশেনকে কট বিহাইন্ড করার পর নতুন ব্যাটার অ্যালেক্স কেয়ারিকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। ৯ রানের ব্যবধানে জাদেজা তুলে নেন ৩ উইকেট। ২ উইকেটে ১১০ থেকে ৫ উইকেটে ১১৯!
গ্লেন ম্যাক্সওয়েল আর কামিন্সের লড়াইও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাক্সওয়েলকে বোল্ড করেন কুলদিপ। পরের ওভারে ক্যামেরন গ্রিনকে হার্দিক পান্ডিয়ার ক্যাচে পরিণত করেন রবিচন্দ্রন আশ্বিন। ১৪০ রানে ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
বুমরাহকে হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন কামিন্স (২৪ বলে ১৫)। শেষ ওভারে কামিন্সের লড়াই শেষ হয় মোহাম্মাদ সিরাজকে হাঁকাতে গিয়ে। ৩৫ বলে তার ২৮ রানেই ভারতকে দুইশ রানের লক্ষ্য দিতে পারে দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, কেয়ারি ০, গ্রিন ৮, কামিন্স ১৫, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; অতিরিক্ত ১২; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮০১, আশ্বিন ১০-১-৩৪-১, কুলদিপ ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)।
ভারত: ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, কিষান ০, কোহলি ৮৫, আয়ার ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; অতিরিক্ত ৮; স্টার্ক ৮-০-৩১-১, হ্যাজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জাম্পা ৮-০-৫৩-০)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৩১ ডিসেম্বর কী হতে যাচ্ছে? যা জানা গেল
পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল
টোল প্লাজার দুর্ঘটনা সন্তান বেঁচে নেই, এখনও জানেন না বাবা-মা
নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
শিল্পাচার্য জয়নাল আবদিনের ১১০ তম জন্মবার্ষিকী পালন
এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ইরানি ভারোত্তোলকের স্বর্ণ জয়
রহমত ২৩১*, শাহিদি ১৪১*, বুলাওয়েতে ঐতিহাসিক দিন
এইচ এম কামরুজ্জামান খান সারা জীবন আধিপত্যবিরোধী রাজনীতি করে গেছেন
বন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া ধ্বংসের পায়তারা করছে আ.লীগের দোসররা
ময়মনসিংহে আলোচিত ‘বালু খেকো’ আওয়ামী লীগ নেতা জামাল গ্রেপ্তার
বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
কোরআন শিক্ষার মাধ্যমেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব- মামুনুল হক
বাংলাদেশে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম : বিশ্বব্যাংক
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
একইসময়ে রহস্যময় স্ট্যাটাস দিয়ে কী বুঝাতে চাইলেন আসিফ-হাসনাত!
দূতাবাসগুলোতে যাদের আচরণ খারাপ তাদের বিরুদ্ধে অভিযোগ দিন: আসিফ নজরুল
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর