বাংলাদেশকে উড়িয়ে নিউজিল্যান্ডের তিনে তিন

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম

ছবি: ফেসবুক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা আসরের অন্যতম ফিভারিট নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি সাকিব আল হাসানের দল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে গতবারের ফাইনালিস্টদের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগার বাহিনী। এ নিয়ে আসরে তিন ম্যাচের সবকটিতে বড় ব্যবধানেই জিতল নিউজিল্যান্ড।

তিন ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। দুই ম্যাচে দুই জয় আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানেরও। ৩ ম্যাচে ১ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে বাংলাদেশ।

তিন অভিজ্ঞ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ গড়ে ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ। ৪৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ১২ রানে। মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিয়েছেন রবীন্দ্র। প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচে ফিফটির করা ব্যাটার এবার থামেন ৯ রানেই।

আরেক ওপেনার ডেভন কনওয়ে করেন ৫৯ বলে ৪৫ রান। সাকিবের বলে রিভার্স শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। এর আগে উইলিয়ামসনের সাথে গড়েন দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি।

বাংলাদেশের বোলার সাফল্য বলতে এটুকুই। চোট পেয়ে উঠে যাওয়ায় সেঞ্চুরি করা হয়নি কেন উইলিয়ামসনের। চোট কাটিয়ে ফেরার ম্যাচে করলেন ১০৭ বলে ৭৮ রান। এর আগে মিচেলের সাথে গড়েন ১০৯ বলে ১০৮ রানের জুটি।

শান্তর থ্রো সরাসরি লাগলে রানআউট হতে পারতেন নিউজিল্যান্ড অধিনায়ক। কিন্তু সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। ফিজিওর দ্বারস্থ হয়ে হাতে লাগানো হয় ব্যান্ডেজ। তবে কিছু সময় খেলে তারপর উঠে যান তিনি।

গ্লেন ফিলিপসকে নিয়ে দ্রতই বাকি পথ পাড়ি দেন ড্যারেল মিচেল। মিচেল ৬৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ছক্কা হাঁকিয়ে লক্ষ্যে পা রাখেন তিনি। ১১ বলে অপরাজিত ১৬ রান করেন ফিলিপস।

তবে ম্যাচসেরা হয়েছেন লকি ফার্গুসন। গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক তিনিই।

বাংলাদেশ আরও ৪০-৫০ রান যোগ করতে পারলে লড়াইটা হয়ত জমানো যেত। উইকেটে এসে সেট হন প্রায় প্রত্যেকেই। কিন্তু লম্বা ইনিংস বলতে মুশফিকের ফিফটি।

১৩তম ওভারে ৫৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলে ৯৬ রানের জুটি। ফার্গুসনকে ছক্কা হাঁকানোর পরের বলেই হন কট বিহাউন্ড।

তবে ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানের ইনিংসে দারুণ উচ্চতায় উঠেছেন সাকিব। এ নিয়ে বিশ্বকাপে সাকিবের রান ১২০১। সনাৎ জয়াসুরিয়া (১১৬৫), বিরাট কোহলি (১১৭০) ও ক্রিস গেইলকে (১১৮৬) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ছয়ে উঠেছেন সাকিব।

খানিক পরই ম্যাট হেনরির স্লোয়ারে বোল্ড হয়ে যান মুশফিক। ৭৫ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৬৬ রান। ক্যারিয়ারের ৪৮তম ফিফটি বিশ্বকাপে তার নবম। বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি ফিফটি আছে আর একজন বাংলাদেশির—সাকিব (১২)।

মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন দুটি করে ছক্কা চারে ৪৯ বলে ৪১ রান করে।

৪৯ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। দুটি করে নেন অন্য দুই পেসার বোল্ট ও হেনরি। স্পিনারের ঝুলিতে গেছে একটি উইকেট।

ইনিংসের প্রথম বলেই শুরু হয় উইকেটে আসা-যাওয়া। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ফাইন লেগে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন বার্থ ডে বয় লিটন কুমার দাস। প্রথমবারের মতো বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট পায় নিউজিল্যান্ড।

চার বাউন্ডারিতে ১৬ রান করে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন তানজিদ হাসান। কিন্তু এবারও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৪০ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আভাস দিয়েই ফেরেন তিনিও।

অভিষেকের পর ৮ ম্যাচে তানজিদের সর্বোচ্চ ইনিংস এটিই। এখন প্রশ্ন হলো আর কত সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। এদিনও তিনি আউট হয়েছেন বাজেভাবে। ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে।

মিরাজও আউট হন উইকেটে সেট হয়ে। ফার্গুসনের দ্বিতীয় শিকার তিনি। শর্ট বলে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন মিরাজ। তার অবদান ৪৬ বলে ৩০ রান। পরের ওভারের প্রথম বলে প্রথমবার বোলিংয়ে এসেই শান্তকে মিডউইকেটে ক্যাচ বানান ফিলিপস।

হৃদয়ও আউট হন উইকেটে সেট হয়ে। বোল্টের নাকল বলে হৃদয় শট খেলে ফেলেন আগেভাগেই। এক্সট্রা কাভারে ক্যাচ দেন ২৫ বলে ১৩ রান করে। ওয়ানডেতে বোল্টের ২০০তম শিকার হয়ে ফেরেন হৃদয়।

ইনিংস মেরামতে দুই ছক্কায় তাসকিনের অবদান ১৯ বলে ১৭। শেষ ৩ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬৫ রান, তাতে মাহমুদউল্লাহর অবদান ৩৮ রান।

নিউজিল্যান্ডের পরের ম্যাচে আগামী ১৮ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, শরিফুল ২*; অতিরিক্ত ৯; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)।

নিউজিল্যান্ড: ৪২.৫ ওভারে ২৪৮/২ (কনওয়ে ৪৫, রবীন্দ্র ৯, উইলিয়ামসন ৭৮ আহত অবসর, মিচেল ৮৯*, ফিলিপস ১৬*; অতিরিক্ত ১১; মুস্তাফিজ ৮-০-৩৬-১, শরিফুল ৭.৫-১-৪৩-০, তাসকিন ৮-০-৫৬-০, সাকিব ১০-০-৫৪-১, মিরাজ ৯-০-৫৮-০)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: লকি ফার্গুসন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড