তামিম না থাকার কারণ খুঁজে পাচ্ছেন না কুম্বলে
১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
২০২১ সাল থেকে ওপেনিংয়ে গড়ে সবচেয়ে কম রান করেছে বাংলাদেশ। ৪৮ ম্যাচে ২৯.৭ গড়ে বাংলাদেশের রান ১৩৯৬। ওপেনিংয়ে বাংলাদেশ অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে, তা না বললেও চলে। তবে বিশ্বকাপে এসে এমন পরীক্ষা-নিরীক্ষার ফল যে ভালো কিছু হয় না, সেটাই মনে করিয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে। ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফোর সঙ্গে আলাপে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করেছেন কিংবদন্তি এ স্পিনার। এমনকি তামিম ইকবালের মতো খেলোয়াড়কে দলে না রাখার কারণও বুঝতে পারছেন না কুম্বলে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কন্ডিশনের কারণে বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে বলেও মনে করছেন ভারতের সাবেক এই কোচ।
ওপেনিংয়ে বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে জানতে চাইলে কুম্বলে বলেছে, ‘বিশ্বকাপে আপনি যখন খেলেন, বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে স্থিতিশীল সমন্বয়ের মধ্যে থাকা উচিত। সেটা বিশ্বকাপের আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা অনেক মুশকিলের ব্যাপার।’ বাংলাদেশ এত পরীক্ষা-নিরীক্ষা কেন করছে, তা বুঝতে পারছেন না জানিয়ে কুম্বলে বলেছেন, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্য দিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’
এরপরও বাংলাদেশ দলকে যথেষ্ট ভালো বলেই মনে করছেন কুম্বলে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি, ‘তাদের দল কিন্তু খুব ভালো। দলটি দারুণ অভিজ্ঞও। মুশফিক, মুস্তাফিজ, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। এ ছাড়া নতুন খেলোয়াড়েরাও বেশ ভালো করছে। শান্ত অনেক বড় মাপের খেলোয়াড়। মেহেদী হাসানও ভালো খেলোয়াড়। হৃদয়কেও আমার ভালো লাগে। কিন্তু দলটিতে পরীক্ষা-নিরীক্ষা অনেক বেশি হয়েছে। কিন্তু বিশ্বকাপে লড়াই করতে হলে স্থির হতে হবে। তাই পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে থেকে স্থিতিশীল সমন্বয় প্রদর্শন করতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা