বাংলাদেশকে গুঁড়িয়ে নায়ক উইলিয়ামসন
১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে গুড়িয়ে জয়ের নায়ক নিউজিল্যান্ডের কাপ্তান কেন উইলিয়ামসন।
গতকাল চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তালিকার শীর্ষে উঠলো কিউইরা। আগে ব্যাট করে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ড্যারল মিচেল ও কেন উইলিয়ামসনের হার না মানা ইনিংসের সুবাদে ৪৩ বল হাতে রেখেই ২ উইকেটে ২৪৮ রান তুলে বড় জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
কথায় আছে, ‘পুরান চাউল ভাতে বাড়ে’। অভিজ্ঞতা সত্যিই বাজারে কিনতে পাওয়া যায় না। যার প্রমাণ ফের মিললো বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে। ম্যাচের শুরুতে মনে হয়েছিল দুইশ’ রানও তুলতে পারবে না টাইগাররা। দলে সাকিব ও মুশফিকের স্থান পাকাপোক্ত হলেও অনেকটাই নড়বড়ে মাহমুদউল্লাহ’র অবস্থান। অথচ ম্যাচের শেষ দিকে সেই মাহমুদউল্লাই ভরসা ছিলেন টিম বাংলাদেশের। তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন সম্মানজনক পুঁজি! ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যখন মাত্র ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তখনি দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে দায়িত্ব নেন অধিনায়ক সাকিব ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। পঞ্চম উইকেটে এ দুইজন ১০৮ বলে ৯৬ রানের জুটি গড়লে প্রাথমিক বিপর্যয় কাটায় টাইগাররা। বাকি কাজটুকু করেন মাহমুদউল্লাহ। তিনি অষ্টম উইকেটে খেলতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলে আড়াইশ’র কাছাকাছি যায় বাংলাদেশের সংগ্রহ। সাকিব-মুশফিক আর মাহমুদউল্লাহ’র ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে অলআউট না হয়ে বাংলাদেশ খেলতে পারলো পুরো ৫০ ওভার, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটিও বড় স্বস্তির খবর। তবে অস্বস্তির খবর হচ্ছে- যথারীতি ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করলেও কাল প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস। কিছু সময় ক্রিজে থাকলেও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমও ছিলেন ব্যর্থতার বৃত্তেই।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে বরাবরের মতো শুরুতেই ধাক্কা। প্রথম ওভারের শুরুতে ট্রেন্ট বোল্টের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আগের ম্যাচে হাফসেঞ্চুরির পর এবার গোল্ডেন ডাকে (১ বলে ০) ড্রেসিংরুমের পথ ধরেন টাইগার ওপেনার। তানজিদ হাসান তামিমও বড় মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। যদিও কিউইদের বিপক্ষে ম্যাচে সেট হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। অষ্টম ওভারের শেষ বলে দলীয় ৪০ রানে আউট হন তিনি। লুকি ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে ফিরেন তামিম (১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান)। তিন নাম্বারে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ রানের গতি সচল করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে তিনিও ভুল করে বসেন। ফার্গুসনকে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। ৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ৪টি বাউন্ডারি। এরপর নাজমুল হোসেন শান্ত আউট হন সহজ এক বলে। গ্লেন ফিলিপস নিজেও হয়তো আশা করেননি এমন বলে উইকেট পেয়ে যাবেন। আলতো করে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন শান্ত (৮ বলে ৭ রান)। ১২.১ ওভারে মাত্র ৫৬ রানে নেই ৪ উইকেট! ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দলের সেই পুরোনো চেহারা। এই বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। ২১ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছোঁয় টিম বাংলাদেশ।
মুশফিক-সাকিবের জুটিতেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ১০৮ বলে তাদের ৯৬ রানের জুটিটি অবশেষে ভাঙ্গেন লুকি ফার্গুসন। ৩০তম ওভারের চতুর্থ ফার্গুসনকে ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব। পরের বলে আবার চড়াও হতে দিয়ে ভুল করে বসেন তিনি। বাউন্সারে পরাস্ত হয়ে বল তুলে দেন আকাশে। কিউই উইকেটরক্ষক টম লাথাম সহজেই লুফে নেন সাকিবের ক্যাচ। ৫১ বলে সাকিবের ৪০ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২ ছক্কার মার। মুশফিকও দারুণ খেলছিলেন। দলের বিপদে আরও একবার জ্বলে উঠেছিল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট। দেখেশুনে খেলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি। আশা জেগেছিল সেঞ্চুরির। কিন্তু পারলেন না মুশফিক। ম্যাট হেনরির স্লোায়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন টাইগার উইকেটরক্ষক। তার ৭৫ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ৬ চার আর ২ ছক্কায় সাজানো। এরপর তাওহিদ হৃদয় ড্রেসিংরুমে ফিরে যান ২৫ বলে ১৩ রান করে। ট্রেন্ট বোল্টের বলে ড্রাইভ খেলতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৪ উইকেটে ১৫২ থেকে ১৮০ তুলতে ৭ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। অষ্টম উইকেটে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ মিলে ৪৩ বলে যোগ করেন মূল্যবান ৩৪ রান। ১৯ বলে ২ ছক্কায় তাসকিন ১৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। তবে মাহমুদউল্লাহ বাকি সময় বলতে গেলে একাই টেনে নিয়ে যান দলকে। তার দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত আড়াইশ’র কাছাকাছি যেতে পারে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৪৯ বলে ২টি করে চার ও ছক্কার মারে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন। শরিফুল ৩ বলে অপরাজিত ২ রান করেন।
নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন ৪৯ রানে ৩টি এবং ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি যথাক্রমে ৪৫ ও ৫৮ রানে পান ২টি করে উইকেট।
জয়ের জন্য কিউইদের লক্ষ্যটা খুব বড় ছিল না। ২৪৬ রানের লক্ষ্যে তাদের শুরুটাও ছিল ধীরগতির। শুরুর দিকে অবশ্য আশার আলো দেখিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। তবে সেই আশা গুঁড়িয়ে দেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও মারকুটে ব্যাটার ড্যারেল মিচেল।
উইলিয়ামসন অবশ্য ৭৮ রান করে উঠে যান ড্রেসিংরুমে। তারপরও বাংলাদেশ আর উইকেট ফেলতে পারেনি। ড্যারেল মিচেল ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।
তবে নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছিলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রাবিন্দ্র (১৩ বলে ৯)। ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। কিন্তু দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন মিলে গড়ে ফেলেন ৮০ রানের জুটি। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। ৫৯ বলে তিন বাউন্ডারিতে ৪৫ রান করে ড্রেসিংরুমে ফেরেন কিউই ওপেনার। কিন্তু উইলিয়ামসনকে থামাতেই বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। তিনি উঠে যাওয়ার পর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারেল মিচেল। ম্যাচসেরা নির্বাচিত হন লুকি ফার্গুসন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা